ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চাপের মুখে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচসেরা হৃদয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩০ পিএম, ০৫ মে ২০২৪

আগের ম্যাচে অভিষেকে হার না মানা ফিফটি করেও ম্যাচসেরা হতে পারেননি তানজিদ হাসান তামিম। বোলাররা দারুণ পারফর্ম করেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। ম্যাচসেরা হন পেসার তাসকিন আহমেদ।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বোলাররা ভালো করেছেন। তবে এবার কোনো বোলার নন, জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৯ রান তাড়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখা তাওহিদ হৃদয় হয়েছেন ম্যাচসেরা।

লক্ষ্য বড় না হলেও একটা সময় বাংলাদেশ চাপেই ছিল। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৬২। বৃষ্টিতে তখন খেলা বন্ধ হলে হারের শঙ্কায় ছিল টাইগাররা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যে ৩ রানে পিছিয়ে ছিল তারা।

বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে রান বাড়ানোর মূল দায়িত্বটা পালন করেন হৃদয়। জাকের আলি ও মাহমুদউল্লাহকে নিয়ে দুটো জুটিতে তার দারুণ অবদান ছিল।

শেষ পর্যন্ত ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ১৪৮ স্ট্রাইক রেটে ৩৭ রানে অপরাজিত থাকা হৃদয়ই হয়েছেন ম্যাচসেরা।

এমএমআর/জেডএইচ/