ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৩২ বলে ১৫৮ জাকিরের

প্রাইম ব্যাংকের রান পাহাড় টপকাতে পারেনি শাইনপুকুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৩ মে ২০২৪

বিকেএসপির ২ মাঠেই আজ ছক্কা বৃষ্টি। চার নম্বর মাঠে শেষ সেশনে এক ডজন ছক্কা হাঁকিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুন মিডল অর্ডার মাহফুজুর রহমান রাব্বি।

আর ঠিক পাশের মাঠে (৪ নম্বর) সকালের সেশনে ১২ ছক্কা হাঁকিয়েছেন প্রাইম ব্যাংকের বাঁহাতি টপ অর্ডার জাকির হাসান। এক ডজন ছক্কা আর ৮ বাউন্ডারিতে ১৩২ বলে ১৫৮ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন জাকির।

ওপেনার তামিম ইকবাল (২), শাহাদাত হোসেন দিপু (৭) আর অভিজ্ঞ মুশফিকুর রহিম (৭) কম রানে ফিরলেও জাকির হাসান একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি হাত খুলে খেলে প্রাইম ব্যাংকের রান চাকা সচল রাখেন।

সাথে অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৫৭ বলে ৫৪) আর সাব্বির রহমান রুম্মন (২৪ বলে ৪০) দুটি সহায়ক ইনিংস খেললে প্রাইম ব্যাংক পায় ৩৪১ রানের বড় পুঁজি।

জবাবে শাইনপুকুরের ওয়ান ডাউন অমিত হাসান (১২৩ বলে ১০৪) একা লড়লেও পেসার হাসান মাহমুদ (৪/৩৮) আর বাঁহাতি স্পিনার নাজমুল অপুর (৩/৩০) সাঁড়াশি বোলিংয়ে মাত্র ২৩০ রানে গুটিয়ে যায় শাইন পুকুর। ১১১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

এআরবি/এমএমআর/এএসএম