ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই বছরের জন্য টাইগারদের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২২ এপ্রিল ২০২৪

গত বছর নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে কাজ করেছেন। এবার পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পেলেন মহসিন শেখ। আগামী দুই বছর তিনি কাজ করবেন টাইগারদের সঙ্গে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবেন মহসিন। আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির।

গত বছরের বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো অ্যানালিস্ট ছিল না বাংলাদেশ জাতীয় দলের। প্রায় ৪ মাস পর এবার পূর্ণাঙ্গ মেয়াদে অ্যানালিস্ট পেলো টাইগাররা।

এর আগে আফগানিস্তান দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন শেখ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নেট রানরেটের হিসেবে আফগান দল ভুল করায় অ্যানালিস্ট মহসিনকে নিয়ে সমালোচনা হয় বেশ।

তবে অভিজ্ঞতার বিচারে কিছুতেই পিছিয়ে রাখা যাবে না পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই অ্যানালিস্টকে। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার হয়ে কাজ করা ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের অ্যানালিস্টের দায়িত্ব ছিলেন। এছাড়াও কাজ করছেন বিগ ব্যাশ, আইপিএল, পিএসএলের মত বড় টুর্নামেন্টে।

এমএমআর/জেআইএম