ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্মি ট্রেনিংয়ে আজম খানের ত্যাগ নিয়ে যা বললেন ফখর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

ফিটনেস ঠিক করা ও শরীরের শক্তি বাড়াতে রমজান মাসে পাকিস্তানের ক্রিকেটারদের সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সেই ট্রেনিং ৬ এপ্রিল শেষ করেছে ক্রিকেটাররা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির পরামর্শে মোট ২৯ ক্রিকেটারকে সেনাবাহিনীর কাকুল ক্যাম্পে পাঠানো হয়। সেখানে দলের সঙ্গে ছিলেন স্থুলাকার গড়নের ক্রিকেটার আজম খানও।

ট্রেনিং শেষ করে ফিরে এসে কাকুলের সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন দলের হার্ডহিটার ব্যাটার ফখর জামান। ফখর বলেন, ‘২০১৮ সালে যখন আমি এখানে ফিরে এসেছিলাম তখন এটি বেশ কঠিন ছিল। কিন্তু এবার পবিত্র রমজান মাসের কারণে এটি এতটা কঠিন ছিল না।’

তিনি আরও বলেন, ‘তারা এখানে যে প্রশিক্ষণটি পরিচালনা করে তা কঠিন। তবে যেহেতু রমজান ছিল, তাই তারা খুব যত্ন নিয়েছিল এবং কাজের চাপ কিছুটা হালকা করেছিল। যখন আপনার ফিটনেস ভাল হয়, আপনিও ভাল ফলাফল পান। এখানে আমাদের লক্ষ্য ছিল টিম বন্ডিং তৈরি করা, যা ভাল কাজ করেছে। প্রশিক্ষণ সেশনগুলো চালু এবং বন্ধ উভয়ই দুর্দান্ত ছিল।’

সাক্ষাৎকারে আজম খানের ত্যাগ নিয়ে কথা বলেন ফখর। তিনি জানান, আজম খানের ত্যাগ দেখে বিস্মিত হয়েছেন ফখর।

ফখর বলেন, ‘আজম খান যা করেছেন তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আমরা আশা করিনি যে, সে এত কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবে। স্বাভাবিকভাবেই তার শারীরিক গঠন এমন যে, আমরা তাকে এই ধরনের চ্যালেঞ্জ নিতে আশা করিনি। তা সত্ত্বেও সে যেভাবে নিজেকে এগিয়ে নিয়েছে, এমনকি আমাদের সঙ্গে পাহাড়ে উঠেছে। আমরা বিশ্বাস করতে পারিনি যে, সে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে। আমরা সবাই যদি এমন সাহস দেখাই তবে খুব উপকার হতে পারে।’

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরইমধ্যে আজ পাকিস্তান পৌঁছে গেছে নিউজিল্যান্ড দল।

এমএইচ/এএসএম