মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই একাদশ সাজাতে হলো চেন্নাইকে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার আইপিএল ছেড়ে দেশে ফেরেন মোস্তাফিজুর রহমান। ভিসার কাজে পাসপোর্ট জমা দেওয়ায় ভারত যাওয়ার টিকিট কাটতে অপেক্ষা করতে হচ্ছে কাটার মাস্টারকে।
যে কারণে আজ আইপিএলে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ, জানা গিয়েছিল আগেই।
মোস্তাফিজকে ছাড়াই একাদশ সাজিয়েছে চেন্নাই সুপার কিংস। চোটের কারণে আবার এই ম্যাচ খেলতে পারছেন না আরেক তারকা পেসার মাথিসা পাথিরানাও। ফলে চেন্নাইকে আজ বড় পরীক্ষার মুখে পড়তে হবে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ, চেন্নাইকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। মোস্তাফিজ-পাথিরানাদের অনুপস্থিতিতে একাদশে জায়গা ফিরে পেয়েছেন মঈন আলি, মাহিশ থিকসানা।
চেন্নাই একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্রা, আজিঙ্কা রাহানে, মঈন আলি, ড্যারেল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা।
হায়দরাবাদ একাদশ
নিতিশ কুমার, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাত, মায়াঙ্ক মারকান্দে, টি নটরাজন।
এমএমআর/এএসএম