বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
শ্রীলঙ্কার কাছে হেরে চার থেকে নেমে তলানির দিকে বাংলাদেশ
দুই টেস্টের সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চার নম্বরে। শ্রীলঙ্কার কাছে টানা দুই টেস্টে নাকাল হয়ে বড় ধরনের পতন হলো টাইগারদের।
চার থেকে একদম আট নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে শ্রীলঙ্কা উঠে এসেছে চার নম্বরে। টপকে গেছে পাকিস্তানকে।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ টেস্ট খেলেছে ৪টি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে হারার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে একটি জয় পেয়েছিল টাইগাররা।
ফলে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চার নম্বরে। সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। তাতে করে আট নম্বরে জায়গা হয়েছে টাইগারদের। বাংলাদেশের পরে কেবল আছে ইংল্যান্ড। ১০ টেস্টে ৩ জয়ে ১৭.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে নয় নম্বরে তারা।
পয়েন্ট তালিকার এক নম্বরে আছে ভারত। ৯ ম্যাচের ৬টি জিতে ৬৮.৫১ শতাংশ পয়েন্ট তাদের। ৬২.৫০ শতাংশ জয় নিয়ে অস্ট্রেলিয়া দুই এবং ৫০ শতাংশ জয় নিয়ে নিউজিল্যান্ড আছে তিন নম্বরে।
এমএমআর/জিকেএস