ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিউজিল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ মার্চ ২০২৪

শহিদ আফ্রিদির ১৮ বছরের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছিলেন। পরে অবশ্য তার রেকর্ড ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্স। তবে নিউজিল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে বিশ্বক্রিকেটে বেশ নামডাক কামিয়েছেন কোরি অ্যান্ডারসন। কিউইদের হয়ে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও।

সেই অ্যান্ডারসনই এবার ঠিকানা বদলে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। না, ক্লাব ক্রিকেটে নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় দলেই নাম লিখিয়েছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা কোরি অ্যান্ডারসন ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি মার্কিন মুলুকের ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটিয়েছ্নে।

তারই পুরস্কার হিসেবে কানাডার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা করে নিলেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে শেষবার মাঠে নামেন ২০১৮ সালের নভেম্বরে। প্রায় সাড়ে পাঁচ বছর পরে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

এমএমআর/এমএস