ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেট টেস্টের হার নিয়ে আশরাফুল

‘২৪ বছর পরও আমরা অভিষেক টেস্টের মানসিকতাতেই আছি’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৪

যেখানে লঙ্কানরা প্রথম ইনিংসে ২৮০ আর পরের ইনিংসে ৪১৮ রান করেছে, সেই মাঠেই নিজেদের চেনা কন্ডিশনে প্রথমবার ১৮৮ আর পরেরবার ১৮২ রানে অলআউট বাংলাদেশ। সিলেট টেস্টে ৩২৮ রানের বিরাট পরাজয় সঙ্গী। এত করুণ পরিণতি কেন? ঘরের মাঠে এমন অনুজ্জ্বল, চরম শ্রীহীন পারফরম্যান্সের কারণ কী?

মানা গেল, তামিম-মুশফিক আর সাকিবের মত তিন-তিনজন অভিজ্ঞ ক্রিকেটার নেই। তারপরও এ মুহূর্তে যারা দেশের সম্ভাব্য সেরা পারফরমার, তাদের দিয়েই দল সাজানো হয়েছে। এই দলটি কেন এতটাই খারাপ করবে?

ভক্ত ও সমর্থকরা যারপরণাই হতাশ। বোদ্ধা-বিশ্লেষক সবাই যার যার অবস্থান থেকে এ ব্যর্থতার কারণ খুঁজছেন। জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে সিলেট টেস্টে টাইগারদের পারফরম্যান্সের পোস্টমর্টেম করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এক সময়ের মাঠ মাতানো উইলোবাজ ও সময়ের অন্যতম সেরা বিশ্লেষক আশরাফুল এ খারাপ পারফরম্যান্স ও করুণ পরিণতির জন্য কাউকে বা সুনির্দিষ্ট কিছু ক্রিকেটারকে দোষ দিতে নারাজ। তিনি মনে করেন, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। এ ব্যর্থতার পেছনের কারণ দীর্ঘ।

আশরাফুল মনে করেন, টেস্ট অভিষেকের দুই যুগ পরও বাংলাদেশে এখনও এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার সংস্কৃতিটা তৈরি হয়নি। দল গঠন, ক্রিকেটার নির্বাচনে প্রচুর অদূরদর্শিতা-ফাঁকফোকর রয়েই গেছে। চিন্তাভাবনাই টেস্টকেন্দ্রিক না। তাই পারফরম্যান্সের এ অবনতি।

আশরাফুলের ব্যাখ্যা, ‘আসলে আমরা ২৪ বছর ধরে টেস্ট খেলছি, কিন্তু আমাদের কালচারটা তৈরি হয়নি। আমরা ওই অভিষেক টেস্টের মতো মানসিকতা নিয়েই আছি। কেউ সাদা বলে একটা ভালো শট খেললেই তাকে টেস্ট খেলিয়ে ফেলি। সে টেস্টে চলে কিনা, তার ব্যাটিং শৈলি-টেকনিক-টেম্পারমেন্ট এবং ব্যাটিংয়ের ধরন টেস্ট উপযোগী কিনা, তা মাথায় আনি না।’

এআরবি/এমএমআর/