ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দলে নেতৃত্বশূন্যতা, বৃহস্পতিবার মাঠে নামতে পারেন মাশরাফি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৩১ পিএম, ২০ মার্চ ২০২৪

সাকিব আল হাসান প্রথম তিন ম্যাচ খেলেননি। বুধবার (২০ মার্চ) শেখ জামালের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে চতুর্থ ম্যাচে গিয়ে এবারের লিগে প্রথম মাঠে নামলেন তিনি। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও, বল ঠিকই ৩ উইকেট নিয়ে শিকারি সাকিব এই ম্যাচে শেখ জামালের সেরা বোলিং পারফরমার।

জানা গেছে, সাকিবের পর বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এবারের লিগে প্রথম ম্যাচ খেলতে পারেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা।

কাগজে মাঝারি মানের দল হলেও মাঠের পারফরমেন্স মন্দ নয় লিজেন্ডস অব রূপগঞ্জের। ৩ ম্যাচে ২ জয় নিয়ে ভালো অবস্থানেই আছে মাশরাফির দল।

লিজেন্ডস অব রূপগঞ্জ সূত্র জানিয়েছে, মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা মুমিনুল হক টেস্ট দলে চলে যাওয়ায় দলটির শক্তির ভারসাম্য কমে গেছে। পাশাপাশি নেতৃত্বশূন্যতাও দেখা দিয়েছে। তাই কর্মকর্তাদের অনুরোধে মাশরাফি খেলার চিন্তা করছেন।

মাশরাফির খুব কাছের সূত্র জানিয়েছে, মাশরাফি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যদিও শতভাগ নিশ্চিত নয়, তবে খেলার সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে মাশরাফি যদি মনে করেন খেলার মতো ফিটনেস আছে, তাহলেই কেবল খেলবেন।

এআরবি/এমএমআর