ভারতের বাইরে কি তুমি কখনও রান পেয়েছো? গিলকে অ্যান্ডারসন
স্লেজিং বোলারদের বড় এক অস্ত্র। যখন তারা কোনো ব্যাটারকে আউট করতে গলদঘর্ম হন, তখন অনেক সময় অস্ত্র হিসেবে এই স্লেজিং ব্যবহার করেন। উল্টাপাল্টা কিছু বলে ব্যাটারকে খেপিয়ে দিতে চেষ্টা করেন। যাতে বেশিরভাগ সময় তারা সফলও হন।
এমনই ঘটনা ঘটেছিল ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে। ভারতের ব্যাটার শুভমান গিল সেঞ্চুরি করেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যাচ্ছিলেন। কিছুতেই যখন কিছু হচ্ছিল না, তখন স্লেজিং-অস্ত্র ব্যবহার করেন অ্যান্ডারসন। এর দুই বল পর তিনি গিলের উইকেটটাও পেয়ে যান।
গিল এমনই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন মাঠের মধ্যেই লেগে গিয়েছিল অ্যান্ডারসন আর জনি বেয়ারস্টোর সঙ্গে। কী ঘটেছিল সেদিন?
অ্যান্ডারসন বলেন, ‘আমি গিলকে বলেছিলাম- ভারতের বাইরে কি তুমি কখনও রান পেয়েছো? কত রান পেয়েছো? জবাবে গিল আমাকে বলে- এবার সময় এসেছে তোমার অবসর নেওয়ার। এর ঠিক দুই বল পরে আমি ওকে (গিলকে) আউট করতে সমর্থ হই।’
গিলের উইকেটটি ছিল অ্যান্ডারসনের টেস্টে ৬৯৯তম উইকেট। ৭০০তম উইকেটটি পান কুলদীপ যাদবকে আউট করে। কুলদীপের সঙ্গেও মজার বাক্য বিনিময় হয়েছিল, জানালেন অ্যান্ডারসন।
ইংলিশ পেসার বলেন, ‘কুলদীপ আমাকে বলেছিল আমিই তোমার ৭০০তম শিকার হব। কুলদীপ এটা বোঝাতে চায়নি যে, ও ইচ্ছে করে আউট হবে। ও বোঝাতে চেয়েছিল যে, এটাই ও মনে করছে। আমরা দুজনেই বিষয়টি নিয়ে খুব হেসেছিলাম।’
এমএমআর/এএসএম