ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৫০ উইকেটের মাইলফলকে কুলদীপ

স্পিনঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড গুটিয়ে গেছে ২১৮ রানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৭ মার্চ ২০২৪

আবারও সেই স্পিনজালেই আটকা পড়লো ইংল্যান্ড। খেই হারালো রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে।  ধর্মশালা টেস্টে ভালো শুরুর পরও প্রথম ইনিংসে ইংলিশরা গুটিয়ে গেছে মাত্র ২১৮ রানে। ব্যাট করতে পেরেছে ৫৭.৪ ওভার।

দুই স্পিনার অশ্বিন ও কুলদীপ শিকার করেছেন মোট ৯ উইকেট। এর মধ্যে ফাইভার (৭২ রান খরচায়) পূর্ণ করেছেন কুলদীপ। আর ৫১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন অশ্বিন।

দুর্দান্ত বোলিং করে দারুণ একটি মাইলফলক স্পর্শ করে ফেলেছেন কুলদীপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এই কীর্তি করেছেন ইংল্যান্ডের বোলার জনি ব্রিগস।

পাঁচ ম্যাচের সিরিজের ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট।

৫৮ বলে ২৭ রান করে কুলদীপ যাদবের বলে শুবমান গিলের হাতে ধরা পড়েন ডাকেট। এরপর অলি পোপকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর ১০০ তে নেন ক্রাউলি। এর আগে নিজের ক্যারিয়ারের ১৪তম ফিফটি হাঁকান তিনি।

পোপ মাত্র ১১ রানে আউট হয়ে গেলে জো রুটের সঙ্গে ৩৭ রানের জুটি করে ৭৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরত যান ক্রাউলি। ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ইনিংস সাজান তিনি।

ক্রাউলি আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন ইংল্যান্ডের ব্যাটাররা। দলীয় ১৭৫ রান থাকতেই ৩ উইকেট হারায় ইংলিশরা। একে একে ফেরত যান জনি বেয়ারেস্টো (১৮ বলে ২৯), জো রুট (৫৯ বলে ২৯) ও বেন স্টোকস (৬ বলে ০)।

এরপর ৪২ বলে ২৪ রান করেন বেন ফোকস। আর ২২ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন শোয়েব বশির। শেষ পর্যন্ত ২১৮ রানেই শেষ ইংলিশদের প্রথম ইনিংস।

এমএইচ/