ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিষেকের আগেই ছিটকে গেলেন বিস্ময় স্পিনার আলিস

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৪ এএম, ০২ মার্চ ২০২৪

বিপিএলে নজর কেড়ে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন। হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজেই অভিষেকও হয়ে যেতো আলিস আল ইসলামের। কিন্তু কপাল মন্দ। আঙুলের চোটে ছিটকে গেছেন এই বিস্ময় স্পিনার।

গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলার ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন আলিস। সে চোটই কাল হয়ে দাঁড়ালো।

আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। বিসিবি এক সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'।

বিসিবির সূত্র জানিয়েছে, 'আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।'

সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন আলিস। চোটে পড়ার আগে কুমিল্লার হয়ে ৮ ম্যাচে শিকার করেন ৯ উইকেট। তার অফস্পিনে নাকাল হয়েছেন বাঘা বাঘা ব্যাটার।

এমএমআর/এমএস