ভারতের ‘অপরাধে’ ব্যাট করার আগেই ইংল্যান্ডের বোর্ডে ৫ রান
আগের দিন রবীন্দ্র জাদেজাও একই কাজ করেছিলেন। সতর্ক করেছিলেন আম্পায়ার। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন আবারও চেষ্টা করলেন পিচ মাড়িয়ে দেওয়ার। এবার আর রক্ষা হলো না। ভারতকে ৫ রান জরিমানা করলেন আম্পায়ার।
অর্থাৎ ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড ব্যাট করার আগেই তাদের বোর্ডে জমা হয়ে গেছে রান। বিনা উইকেটে ৫ রান নিয়ে ইনিংস শুরু করবে ইংলিশরা।
ভারতের প্রথম ইনিংস এখনও শেষ হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৪০১ রান তুলেছে তারা। ভারত যত রানই করুক, তাদের সমান হতে ৫ রান কম করতে হবে ইংলিশদের।
আজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ের সময় পিচের সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ান অশ্বিন। মূলত পপিং ক্রিজের সমান্তরালে প্রায় ৫ ফুট বা ১.৫২ মিটারকে ধরা হয় সুরক্ষিত অংশ। অনেক সময় ব্যাটাররা ইচ্ছে করে এই জায়গাটায় বুট মাড়িয়ে যান, যাতে পরে বল করার সময় পিচ কিছুটা ভাঙা থাকে।
আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী, কোনো ব্যাটার বা ফিল্ডার পিচের ঠিক মাঝখান দিয়ে দৌড়ে পিচের কোনোপ্রকার ক্ষতি করার চেষ্টা করলে সেক্ষেত্রে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি পাবে। কোনো কারণে তাতে পা পড়লেও তাকে সঙ্গে সঙ্গেই সরে আসতে হবে। কিন্তু অশ্বিন-জাদেজার আচরণে তেমনটি দেখতে পাননি আম্পায়ার। তাই ৫ রান পেনাল্টি।
এমএমআর/এমএস