সিলেটের দুঃখ প্রকাশ
সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ইংলিশ ক্রিকেটার সামিত প্যাটেলের
বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ইংলিশ ক্রিকেটার সামিত প্যাটেলের হয়ে দুঃখ প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স দুঃখ প্রকাশ করে।
ঘটনার সূত্রপাত, আজ (বৃহস্পতিবার) সকালে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলাকালীন সময়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইরের অংশে অনুশীলন করছিলো সিলেট ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররা। গণমাধ্যমকর্মীরাও তখন উপস্থিত সেখানে। ওই সময় এক গণমাধ্যমকর্মী সিলেটের ইংলিশ ক্রিকেটার সামিত প্যাটেলের বিশেষ সাক্ষাৎকার নিচ্ছিলেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে সামিত প্যাটেল চকলেটের মত কিছু একটা চিবুচ্ছিলেন। সেই সাংবাদিক তখন তাকে জিজ্ঞাসা করেন, ওটা চকলেট কি না? জিজ্ঞাসা করার কারণও ছিল। প্রায় ৪০ বছর বয়সী সামিত প্যাটেলের স্থুল শরীর। একজন খেলোয়াড় চকলেট জাতীয় কিছু খেলে, তার এমনিতেই মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্নের জবাবে সামিত প্যাটেল তখন জানান, তিনি প্রোটিন বার চিবুচ্ছেন। আপাতত ঘটনা তখন আর এগোয়নি। ওই সাংবাদিকও সাক্ষাৎকার শেষ করে চলে আসেন।
আধাঘণ্টা পর সামিত প্যাটেলের কোনো কারণে চিন্তা হলো, প্রোটিন বারের কথা বলার কারণে হয়তো তিনি কোনো সমস্যায় পড়তে পারেন। তার বলা কথাটা আবার সংশ্লিষ্ট সাংবাদিক রেকর্ডও করে রেখেছিলেন।
সামিত প্যাটেল খুঁজে-টুজে সেই সাংবাদিককে ডেকে নিয়ে খুব বাজে আচরণ করেন এবং তার সামনেই সাক্ষাৎকারের রেকর্ড ডিলিট করতে বাধ্য করেন। এ সময় ওই ইংলিশ ক্রিকেটার বাংলাদেশি মিডিয়া নিয়ে গালাগালি করতে শুরু করেন। আপত্তিকর মন্তব্য করেন। বলেন, ‘ফা... বাংলাদেশি মিডিয়া, আই অ্যাম নট বাংলাদেশি ক্রিকেটার, আই অ্যাম ফা... বাংলাদেশি জার্নালিস্টস।’
সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানান। সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া এবং কমার্শিয়াল ম্যানেজার মিনহাজ উদ্দিন খানকে ডেকে প্রতিবাদ জানান। মিনহাজ এ নিয়ে সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসা করেন, তিনি কেন এমন আচরণ করেছেন? যদিও তাৎক্ষণিক সামিত প্যাটেল ঘটনার গুরুত্ব অনুধাবন করে ‘স্যরি’ বলেন।
তবুও ঘটনা জানানোর জন্য এ সময় সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবালকে ডেকে আনা হয়। তিনি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং নিশ্চয়তা দেন, সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে অবহিত করে বিষয়টার সুরাহা করবেন।
এরপর অবশ্য সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। সেখানে তারা লিখেছে, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলাকালে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে ইন্টারভিউ প্রদান পরবর্তি সময়ে দলের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল ও দলের মিডিয়া ও কমার্শিয়াল ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বিষয়টি সমাধানের পদক্ষেপ নেন।
তারা উভয়ে ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন। সামিত তার নিজের ভুল বুঝতে পেরে গণমাধ্যমকর্মীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেই দিকে সজাগ থাকবেন বলে প্রতিজ্ঞা করেন।
সিলেট স্ট্রাইকার্স ম্যানেজম্যান্ট সবসময় গণমাধ্যমের গুরুত্ব অনুধাবন করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এই ব্যাপারে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সর্তক করেন।
জানা গেছে, সিলেট ফ্রাঞ্চাইজির মধ্যেও নানা সময় নানা বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি করে আসছেন সামিত প্যাটেল। যে কারণে, সিলেটের ক্রিকেটার এবং কর্মকর্তারাও তার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। এবার সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় সিলেট ফ্রাঞ্চাইজি এ নিয়ে কী ধরনের পদক্ষেপ নেয়, সেটা দেখার বিষয়।
আইএইচএস/এমএমআর/জিকেএস