ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নামের চেয়ে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ: শুভাগত

ক্রীড়া প্রতিবেদক | চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

টুর্নামেন্টের শুরু থেকে কাগজে-কলমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কেউ ফেবারিটের খাতায় রাখেনি। প্রায় সবাই ধরে নিয়েছিলো, আগের আসরগুলোর মতোই এই দলটি খুব বেশিদূর যেতে পারবে না। কিন্তু এবারের বিপিএলের শুরু থেকে সবার ধারণা বদলে দিতে থাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

লম্বা একটা সময় তো তারাই ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। পরে টানা কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার কারণে এখন তারা রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। প্লে অফে খেলা এখনও নিশ্চিত নয় তাদের। সে লক্ষ্যে অন্তত চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে কয়েকটি জিততেই হবে।

চট্টগ্রাম পর্বে মাঠে নামার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায় শুভাগত হোম জানালেন, কাগজে-কলম্বের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল হয় খুব কম। তারাও এসবে আস্থা রাখেন না। মাঠের পারফরম্যান্সই আসল।

চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম এ প্রসঙ্গে বলেন, ‘খাতা-কলমে আর মাঠের পারফম্যান্স দুটি ভিন্ন জিনিস। আমরা শুরুতে অনেক কথা শুনেছি যে, দলে নামি-দামি কেউ নেই। তবে আমার কাছে মনে হয় নামের চেয়ে পারফরম্যান্সটা বেশি গুরুত্বপূর্ণ। মাঠে আমরা সেটা প্রয়োগ করতে পারছি এবং সেভাবেই চেষ্টা করছি। দেশি-বিদেশে যারা আছে সবাই চেষ্টা করছে নিজেদের দিক থেকে সেরাটা দিতে। আল্টিমেটলি পয়েন্ট টেবিলে আমরা তিনে আছি। চাইবো যে যত তাড়াতাড়ি এটাকে আরও ভালো করা যায়।

পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে আসার কারণে সমীকরণের হিসাবটা একটু কঠিনই হয়ে গেছে চট্টগ্রামরে জন্য। তবে নিজেদের মাঠে খেলতে এসে সেই সমীকরণটা কী মেলানো সম্ভব হবে? শুভাগত বলেন, ‘অবশ্যই। এখানে ছাড়া আর উপায়ও নেই। আমাদের শেষ চারটা ম্যাচই এখানে। এখানেই আমাদের কমফার্ম করতে হবে। একটা ম্যাচ জিতলেও হয়তো রান রেটের হিসেব-নিকেশ থাকবে। তবে দুটি ম্যাচ জিতলে মোটামুটি নিশ্চিত থাকবে। সেটাই লক্ষ্য থাকবে।’

স্বাগতিক হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তো দর্শকদেরও দারুণ সমর্থন পাবে। তাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে চট্টগ্রাম? জবাবে শুভাগত বলেন, ‘অবশ্যই এটা অনুপ্রাণিত করে। যখন ভালো কিছু করছি এবং বাইরে থেকে দর্শকদের প্রত্যাশা থাকে। দলের জন্য এটা পজিটিভ দিক বলে মনে করি। দলের সবাই উৎসাহও বোধ করে এবং চেষ্টা করে আরও ভালো কিছু করার। ‘

নিশ্চয়ই ঘরের মাঠে বেশি সমর্থন আশা করবেন? চট্টগ্রাম অধিনায়কের প্রত্যাশা, ‘অবশ্যই। যেহেতু চট্টগ্রামের হোম গ্রাউন্ড এবং এখানে প্রথম ম্যাচ খেলতে নামবো। আশা থাকবে সবাই এখানে আমাদের সাপোর্ট করবে। ফুল সাপোর্ট পাবো আমরা। আশা করবো ভালো ম্যাচ হবে।’

দর্শকদের প্রত্যাশা চাপ তৈরি করবে কি না? জানতে চাইলে শুভাগত বলেন, ‘না। প্রত্যাশা তো থাকবেই। আমরা সেটা নিয়েই খেলতে নামি। সব ভেন্যুতেই এটা থাকে। নিজেদের প্রত্যাশাটা কি সেটা আমরা জানি। সেভাবেই চেষ্টা করবো। আলাদা কোনো চাপ তৈরি করবে বলে মনে করি না। শেষ কয়েক বছর থেকে যেটা দেখছি এখানে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। ১৮০-৯০ রান হচ্ছে। সে রকম উইকেটই আশা করি। ’

আইএইচএস/এমএস