ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিলো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

অধিনায়ক পরিবর্তনেও ভাগ্যের পরিবর্তন হচ্ছে না দুর্দান্ত ঢাকার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয়েছে দুর্দান্ত ঢাকা।

টস জিতে দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে শুরুতেই সাব্বির হোসেনের (৪) উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। মোহাম্মদ নাইম এবং সাইফ হাসান মিলে ৭৮ রানের জুটি গড়লেও তা বড় স্কোর গড়তে সহায়তা করেনি।

২৯ বলে ৩৬ রান করে আউট হন মোহাম্মদ নাইম। ৩২ বলে ৪১ রান করেন সাইফ হাসান। ৭ বলে ৫ রান করেন অ্যালেক্স রোজ। ১৩ বলে ১০ রান করেন সাইম আইয়ুব, ১২ রান করেন লাসিথ ক্রুসপুলে। ইরফান শুকুর ৮, তাসকিন আহমেদ আউট হন ৬ রান করে।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে ঢাকার ইনিংস। সিলেটের রেজাউর রহমান রাজা নেন ৩ উইকেট। ২টি নেন সামিত প্যাটেল এবং ১টি নেন নাইম হাসান।

আইএইচএস/