ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক: মিঠুন

ক্রীড়া প্রতিবেদক | সিলেট থেকে | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

 

রাজনৈতিক ব্যস্ততায় দল ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। কাকতালীয়ভাবে মাশরাফি দল ছাড়ার পরেরই ম্যাচেই প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে ৫ ম্যাচ টানা হারের পর তাকে ছাড়া প্রথম ম্যাচই জিতলো সিলেট।

মোহাম্মদ মিঠুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে এবারের আসরে প্রথম জয় সিলেটের। মাশরাফি পারফর্ম করতে না পারা এবং তিনি সরে যাওয়ার পর জয়- কীভাবে দেখছেন?

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিঠুন বোঝাতে চাইলেন, তিনি দায়িত্ব নেওয়াতেই জয় এসেছে ব্যাপারটা এমন নয়। বরং জানালেন, মাশরাফি এখনও সিলেট স্ট্রাইকার্সের সঙ্গেই আছেন। সবকিছুতে তার ইনভলবমেন্টও আছে এখন পর্যন্ত।

মিঠুন বলেন, ‘মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক। উনার অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করছি। এখনও সবকিছুই কিন্তু আমাদের দল থেকে শুরু করে আমরা কিভাবে কী করব, উনি সবসময় দলের সঙ্গে ইনভলভড আছেন। আজ সকালেও উনার সঙ্গে কথা হয়েছে। আপনারা সবাই জানেন, ব্যস্ততার কারণে উনি থাকতে পারছেন না।’

মাশরাফির নেতৃত্বেই সিলেট গতবার ফাইনাল খেলেছে। শুধু বিপিএলে নয়, দেশের ক্রিকেটেও সফলতম অধিনায়কদের একজন মাশরাফি।

মিঠুন সেটা মনে করিয়ে দিয়ে বললেন, ‘দেখুন, উনাদের মতো বাংলাদেশ দলে খুব কম খেলোয়াড়ই আছে, যাদের বাংলাদেশ ক্রিকেটে অবদান অনেক। একটা টুর্নামেন্ট দিয়ে তাদের বিচার করা ঠিক না। তাদের অবদান অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমাদের সবারই উচিত যারা বাংলাদেশ ক্রিকেটের হয়ে অবদান রেখেছেন, তাদের প্রতি সম্মানটা রাখা।’

সিলেট অধিনায়ক যোগ করেন, ‘আমারও যেমন চাওয়া ছিল জেতা, মাশরাফি ভাইরও কিন্তু সেইম চাওয়া ছিল। উনি উনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে রেজাল্টটা পক্ষে আসেনি। আমরা যদি প্রথম ম্যাচ থেকে জেতা শুরু করতাম, তবে কিন্তু এমন প্রশ্নগুলো আসতো না।’

অবশেষে সিলেটের জয় এসেছে; কিন্তু জয়টা তো গ্যারান্টি দিয়ে পাওয়া যায় না। নিজেদের দিক থেকে চেষ্টাটা ঠিক রাখাই বড় ব্যাপার মনে করেন মিঠুন।

মিঠুন বলেন, ‘আমরা তো গ্যারান্টি দিয়ে কখনও জিততে পারব না। প্রসেসটা ঠিক রাখতে পারব। দলের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, দলের পরিবেশ- এসব আমরা ঠিক রাখতে পারব। আমরা চেষ্টা করছি। এখানে ভাগ্যেরও কিছু বিষয় আছে। সবসময় আসলে রেজাল্ট গ্যারান্টি দিয়ে করা ডিফিকাল্ট। চেষ্টা করব প্রসেসটা ঠিক রাখার জন্য।’

এমএমআর/আইএইচএস