ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খারাপ তো লাগেই: ফিফটি করেও আক্ষেপ তামিমের

ক্রীড়া প্রতিবেদক | সিলেট থেকে | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়রথ ছুটছেই। টানা তৃতীয় ম্যাচে তারা পেলো জয়ের দেখা। সবমিলিয়ে পাঁচ ম্যাচের চারটিই জিতে এখন পয়েন্ট তালিকার শীর্ষে শুভাগত হোমের দল।

সিলেট স্ট্রাইকার্সকে আজ (সোমবার) ১৩৭ রানে আটকে দিয়ে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। তানজিদ তামিম দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে দলের জয়ে অবদান রেখেছেন, ফিফটি করেছেন দলের সঙ্গে যোগ দেওয়া কিউই ব্যাটার টম ব্রুসও।

স্বদেশি-বিদেশি মিলে এই পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘যেহেতু বিপিএল হচ্ছে। এখানে স্বদেশি খেলোয়াড়রা যাদের পারফর্ম করে, সেই দলটাই কিন্তু জয় পাওয়ার হার বেশি থাকে। আমাদের বিদেশি খেলোয়াড়রাও সবাই ফর্মে আছে। কেউ না কেউ ভালো করছে, যেটা দলের জন্য ভালো হচ্ছে।’

ফিফটি পেলেও টম ব্রুসের মতো ম্যাচ শেষ করে আসতে পারেননি তামিম। এক ম্যাচ আগেই আউট হয়েছিলেন ৪৯ রানে। খারাপ লাগা কাজ করে কি না?

তামিমের উত্তর, ‘অবশ্যই খারাপ তো লাগেই। শেষ করে আসতে পারলে সবারই ভালো লাগে, আমারও লাগতো। চেষ্টা করেছি হয়নি। চেষ্টা করব সামনে করতে।’

ধরে নাকি মেরে? কিভাবে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? চট্টগ্রাম ওপেনার বলেন, ‘আমি আসলে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি। উইকেট অনুযায়ীই খেলার চেষ্টা করি। যদি এভাবে খেলতে পারি, তবে দলের জন্যও ভালো, আমার জন্যও ভালো।’

নিজে ম্যাচ সিচুয়েশন বুঝে খেলার চেষ্টা করলেও তামিমকে টিম ম্যানেজম্যান্ট থেকে ফ্রি খেলার স্বাধীনতাটা দেওয়া হয়েছে, এমনটাই জানালেন। তিনি বলেন, ‘দল থেকে আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে ফ্রি খেলার জন্য। আমি যেমন খেলি, সেভাবেই খেলতে বলা হয়েছে।’

এমএমআর/আইএইচএস/