ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেড় মাসে খেলা শেখানোর কিছু নেই: খুলনা কোচ

ক্রীড়া প্রতিবেদক | সিলেট থেকে | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

কাগজে-কলমে বড় দল নয়। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা ফরচুন বরিশালের সঙ্গে তুলনায় আনলে শক্তিমত্তায় খুলনা টাইগার্সকে পিছিয়েই রাখতে হবে। সেই খুলনাই এবারের বিপিএলে এখন পর্যন্ত সফলতম দল।

তিন ম্যাচের মধ্যে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড খুলনার। খুলনার কোচ হিসেবে এবারই প্রথমবার দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। কোচ হিসেবে বেশ সফলতাই দেখাচ্ছেন তিনি।

খুলনার এই সাফল্যের রহস্য কী? তালহা জুবায়ের অবশ্য কোনো রহস্য বা সিক্রেট দেখছেন না। তার মতে, দল ভালো শেপে আছে, তাই ভালো করছে।

তারকাসর্বস্ব রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তালহা বলেন, ‘‌টি-টোয়েন্টিতে আসলে ছোট দল বড় দল বলে কিছু নেই। আমাদের এখন ভালো দিন যাচ্ছে। যা পরিকল্পনা করছি, সেটা প্রয়োগ করতে পারছি। এটাই সাফল্যের কারণ। আর কিছু না।’

আজ খুলনাকে কঠিন পরিস্থিতি থেকে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন তিন বিদেশি এভিন লুইস, দাসুন শানাকা এবং মোহাম্মদ নওয়াজ। অধিনায়ক এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেনের মতো স্বদেশিরা ফেল করেছেন।

দেশি ব্যাটারদের এমন ব্যর্থতা ভাবাচ্ছে কি না? এমন প্রশ্নে তালহা বলেন, ‘না। এমন কিছু নয়। আজ বিদেশিরা রান করেছে। আগের ম্যাচেই এনামুল বিজয়, আফিফ রান পেয়েছে। দলের সবাই ভালো ছন্দে আছে।’

বিদেশের বড় বড় ক্রিকেটারদের এক ছাতায় এনে কোচিং করানো, চ্যালেঞ্জিং কিনা? তালহার সোজাসাপ্টা জবাব, ‘দেখুন, দেড় মাসে খেলা শেখানোর কিছু নেই। কোচ হিসেবে শুধু মোটিভেট করতে হয়। রাতারাতি তো আমরা কারও খেলা চেঞ্জ করতে পারব না। সেটা করার দরকারও নেই। সবাই নিজেদের কাজটা ভালোভাবে বোঝে।’

এমএমআর/আইএইচএস