ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিসিএল ওয়ানডে আসরের শিরোপা উত্তরাঞ্চলের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

শাহাদাত হোসেন দিপুর হার না মানা শতক আর বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের সত্তরোর্ধ্ব ইনিংস কোনো কাজেই দিলো না। ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়েও পারলো না পূর্বাঞ্চল। ইরফান শুক্কুরের দলকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিলো আকবর আলীর উত্তরাঞ্চল।

মিডল অর্ডার প্রিতম কুমার দলকে জয়ের পথ অনেকদূর এগিয়ে দিলেও শেষ পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক আকবর আলী। শনিবার শেরে বাংলায় বিসিএল ফাইনালে তার ম্যাচ জেতানো অর্ধশতকের ওপর ভর করেই শেষ হাসি হাসলো উত্তরাঞ্চল।

২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যের পিছু ধেয়ে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে উত্তরাঞ্চল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৭, আরেক ওপেনার তানজিদ তামিম ৪৩, অমিত হাসান ৯ আর আব্দুল্লাহ আল মামুন ৮ রানে আউট।

ওই সময় মনে হচ্ছিল উত্তরাঞ্চলের জয়ের সম্ভাবনা খুব কম। কিন্তু বিপর্যয়ের মাঝে শক্ত হাতে হাল ধরেন প্রিতম কুমার। ৫ নম্বরে নেমে একদিক আগলে রাখার পাশাপাশি ওভারপিছু প্রয়োজনীয় লক্ষ্যমাত্রাটা ঠিক ছুঁয়ে ফেলেন এ তরুণ।

প্রাথমিকভাবে প্রিতম কুমারের সাথে সহায়ক ভূমিকা নেন বাঁহাতি তাইবুর পারভেজ। পঞ্চম উইকেটে তারা দুজন ৯০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে দলকে খেলায় ধরে রাখেন। এ ৯০ রানের জুটিতে তাইবুরের অবদান মোটে ২৪। বেশিরভাগ রানই আসে প্রিতমের ব্যাট থেকে।

এরপর প্রিতম আরও একটি জুটি গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে তার আর আকবর আলীর ৭০ রানের জুটিতে জয়ের পথে অনেকদূর এগিয়ে যায় উত্তরাঞ্চল। কিন্তু জয় থেকে মাত্র ১৮ রান দূরে থাকতে রান আউট হয়ে যান প্রিতম কুমার।

পূর্বাঞ্চল উইকেটকিপার ইরফান শুক্কুর প্রিতমকে রানআউট করে সাজঘরে ফেরত পাঠান। ৮৬ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৬ রানে আসে প্রিতমের ব্যাট থেকে।

কিন্তু আকবর আলী ঠিক অপর প্রান্ত আগলে রাখেন। হার না মানা হাফসেঞ্চুরিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার হার না মানা ৫৩ (৫৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কা) রানে ভর করে খেলার ৩৮ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল: ৫০ ওভারে ২৭৫/৬ (সৈকত আলী ৪, পারভেজ হোসেন ইমন ৭২, মাহমুুদুল হাসান জয় ১৬, মুমিনুল হক ৮, শাহাদাত হোসেন দিপু নটআউট ১১৩, ইরফান শুক্কুর ৩৬, নাসুম ৪, নাইম হাসান নট আউট ৩; নাহিদ রানা ৫/৫০ , শহিদুল ইসলাম ১/৬৯)

উত্তরাঞ্চল: ৪৩.৪ ওভারে ২৭৬/৬ (তানজিদ তামিম ৪৩ , হাবিবুর রহমান সোহান ১৭, অমিত হাসান ৯, আব্দুল্লাহ আল মামুন ৬, প্রিতম কুমার ৭৬, তাইবুর রহমান ২৪, আকবর আলী নটআউট ৫৩, নাহিদুল ইসলাম নটআউট ১৩; নাসুম ২/৩৯, নাইম হাসান ১/৪৩, রেজাউর রহমান রাজা ১/৬৫)

ফল: উত্তরাঞ্চল ৪ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/জেআইএম