ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দল ভালো করলে সবকিছুই ভালো থাকে: হৃদয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

দুঃস্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ কাটানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানোর পর কিউইদের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করা যায়নি। টাইগারদের সামনে তাই সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে। আগামীকালই (রোববার) ঘুচতে পারে সে আক্ষেপ।

মাউন্ট মুঙ্গানুইতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতলেই প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয় করবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। সবমিলিয়ে কেমন অবস্থায় দল?

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বলেন, ‘দলের পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। দল ভালো করলে সবকিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো জিনিস হলো সবাই সবাইকে সমর্থন করছি। কোচ থেকে শুরু করে সবার এই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছুদিন এই ফরম্যাটে ভালোও করছি।’

শুধু ইতিহাস গড়ার হাতছানিই নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ মনে করছেন হৃদয়, ‘আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই। আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়তো বিপিএল আছে, এরপর সিরিজ আছে।’

হৃদয় যোগ করেন, ‘আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ম্যাচগুলো অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয়, সবাই এটা জানে। সেভাবে সবাই কাজ করছে।’

এমএমআর/এএসএম