ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বক্সিং ডে টেস্ট

বক্সিং ডে টেস্ট: টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩

পার্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে হেরেছিলো পাকিস্তান। ব্যবধানটা ৩৬০ রানের। এত বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্ট নিয়ে বেশ সতর্ক শান মাসুদের দল। যদিও ইনজুরি জর্জরিত পুরো পাকিস্তান স্কোয়াড। ইনজুরিতে এরই মধ্যে ছিটকে গেছেন পেসার খুররম শাহজাদ। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ।

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান যথেষ্ট চেষ্টা করেছে একটি ভারসাম্যপূর্ণ একাদশ গঠন করতে। তিন পরিবর্তন নিয়ে তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তানিরা।

এরই মধ্যে শুরু হয়ে গেছে বক্সিং ডে টেস্ট। বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয়েছে টস। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নেমে জয় পেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। টস জিতেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে।

pakistan

মেলবোর্নের আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসে আদ্রতা বেশি। যে কারণে, টস জিতে শান মাসুদ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তার পেসাররা এই আদ্রতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের কাবু করতে পারে।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য পাকিস্তানি পেস বোলিংয়ে শুরুতে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনের পানি পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৪১ ওভারে ২ উইকেট সংগ্রহ করেছে ১১৩ রান। ৩৮ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ১০১ বল খেলে ৪২ রান করে আউট হন উসমান খাজা।

উইকেট দুটি নেন হাসান আলি এবং আগা সালমান।

আইএইচএস/