ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ট্রল-সমালোচনা নিয়ে যা বললেন সৌম্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

দীর্ঘদিন খারাপ খেলায় তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ট্রল, ব্যাঙ্গ-বিদ্রুপ, কটুক্তি শুনেছেন সৌম্য সরকার। কেমন ছিল তার অনুভুতি তখনকার সময়? কেমন লাগতো সে সব কটুক্তি, ব্যাঙ্গ-বিদ্রুপ?

সৌম্য স্বীকার করলেন, একটা সময় তিনি মোবাইলে সে সব ট্রল দেখতেন। তবে সময়ের প্রবাহমানতায় তা আর দেখতেন না। আপন মানুষের সাথেও ক্রিকেট নিয়ে তেমন কথা-বার্তা বলতে মন চাইতো না। শুধু যারা ইতিবাচক কথা বলতেন। তাদের সঙ্গই নিতেন।

সে সব কথা জানিয়ে সৌম্য বলেন, একটা সময় হয়তো বা দেখতাম। এখন সত্য কথা বলতে, গত প্রায় এক বছর আমার ফোনে কোন নিউজ আসে না। আমার কোন বন্ধু ক্রিকেট নিয়ে কথা বললে আমি তার সঙ্গে থাকি না। যে পজেটিভ কথা বলে আমি তার সঙ্গে থাকি। ভালো-খারাপ থাকবে; কিন্তু খারাপ করলে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না। যেহেতু ক্রিকেট খেলোয়াড়। ক্রিকেটের জন্যই এতদূর আসা। ক্রিকেটের জন্য পরিশ্রম করছি। ক্রিকেট নিয়েই চিন্তা করেছি।’

শুরুতে কিছু দিন খুব ভাল কাটার পর। একটা বড় সময় খারাপ যেতে থাকে। ক্যারিয়ারের এমন ওঠা-নামার পালাকে কিভাবে দেখেছেন?

এ প্রশ্নর জবাবে নেলসনে ম্যাচের পর সৌম্য সরকারের ব্যাখ্যা, ‘ওঠা-নামা কী ভাই? ক্রিকেট খেলোয়াড় প্রত্যেকদিন ভালো খেলবে না। আপনি যেমন একটা মানুষ প্রত্যেকদিন ভালো খাবার প্রত্যাশা করেন না। আমরাও খেলোয়াড়রা প্রত্যেক দিন ভালো প্রত্যাশা করি না।’

‘আমরা ক্রিকেটাররা হাসার থেকে বেশি কাঁদি। আমরা যখনই খেলি একটা দুইটা ম্যাচ ভালো খেললে বাকিটা খারাপই যায়। এটা নিয়ে পড়ে থাকি তাহলে নিজেরাই পিছিয়ে যাব। পজিটিভ যেগুলো আছে সেগুলো নিয়েই চিন্তা করা হয় বেশি। কিভাবে সামনে আরও ভালো করা যায় সেভাবেই ফোকাস করা হয় বা চিন্তা করা হয়। এরমধ্যে কতটুকু পারফেক্ট করার চেষ্টা করি, সেটা নিয়েই এগুতে চাই আমরা।’

এআরবি/আইএইচএস/