ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিম ইস্যুর সুরহা হবে কবে?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

নেলসনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বিসিবিতে হঠাৎ সোরগোল। নির্বাচকদের উপস্থিতি। সঙ্গে দেখা গেল জাতীয় দল পরিচর্যা ও পরিচালনা কমিটি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকেও।

এরপর জানা গেল, নির্বাচকদের সাথে প্রায় ঘণ্টা খানেক বৈঠক করলেন ক্রিকেট অপারেশন্সের প্রধান। কিসের বৈঠক?

জাতীয় দল নিউজিল্যান্ডে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণাও শেষ। তাহলে মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকদের সঙ্গে কিসের বৈঠকে জালাল শেরে বাংলায়?

এ নিয়ে ক্রিকেট অপারেশন্স প্রধানের জবাব, ‘এটা ক্রিকেট অপসের কোন আনুষ্ঠানিক মিটিং নয়। আমরা এমনিতেই বসেছিলাম। এটা ঠিক, আমাদের রেগুলার কোন মিটিং না। কাজের জন্যই আসছিলাম।’

কি নিয়ে কথা বললেন? ক্রিকেটারদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকাটা কি আজকেই সেরে ফেললেন? জালাল ইউনুসের জবাব, ‘না না। সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে আমরা সিলেক্টরদের সাথে আগেও কথা বলেছি। আজকেও বসেছিলাম। আলাপ করলাম। কথা হচ্ছে, প্রক্রিয়া চলমান আছে। ড্রাফট অবস্থায় আছে। পরে বোর্ড মিটিংয়ে দিব।’

তামিম ইকবালের ব্যাপারে কি কোন অগ্রগতি আছে? জালাল সেই পুরনো কথাই নতুন করে শোনালেন, ‘তামিম তো আগেই বলেছে, তার সাথে বোর্ড প্রধানের কথা হয়েছে। বিসিবি সভাপতিও তেমনটাই জানিয়েছেন। এখন আর নতুন কোন অগ্রগতি নেই। জানুয়ারিতে নির্বাচনের পরে তামিম বোর্ড প্রেসিডেন্টের সাথে বসে কথা বলে জানাবে। বিসিবি প্রধান আর তামিমের সেই মিটিংয়ের পরপরই জানা যাবে যে তামিম কি করতে চাচ্ছে? কবে ক্রিকেটে ব্যাক করবে? এরপর চুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। তার আগে নয়।’

এআরবি/আইএইচএস