ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো সংযুক্ত আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিলো সংযুক্ত আরব আমিরাত। 'বি' গ্রুপে বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে সংযুক্ত আরব আমিরাত আজ (সোমবার) শ্রীলঙ্কাকে হারিয়ে শামিল হয়েছে দৌড়ে।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে লঙ্কানদের ২ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। এখন লঙ্কানদের মতোই তাদেরও ২ পয়েন্ট। যদিও রানরেটে পিছিয়ে থাকায় চার দলের মধ্যে গ্রুপে তৃতীয় অবস্থানেই আরব আমিরাত।

রোমাঞ্চকর ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আরব আমিরাত। ৯ উইকেটে ২২০ রানেই থামে লঙ্কান যুবাদের ইনিংস। দিনুরা কালুপাহানা একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। ৮৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬৫ বলে ৪৯ করেন অধিনায়ক সিনেথ জয়াবর্ধনে।

আরব আমিরাতের অমিত রেহমান আর আয়ান আফজাল খান নেন দুটি করে উইকেট।

জবাবে তানিশ সুরির ব্যাটে (৮৮ বলে ৭৫) জয়ের রাস্তা অনেকটাই সহজ করে ফেলে আরব আমিরাত। যদিও লঙ্কানরা উইকেট ফেলে চেষ্টা করে গেছে।

তবে মারুফ মারচেন্ট (২০) আর আয়ান আফজাল খানের (৩৩) চেষ্টায় জয় ছিনিয়ে নিতে পারেনি লঙ্কানরা। ২১৩ রানে ৮ উইকেট হারানোয় শেষদিকে একটু উত্তেজনা তৈরি হয়েছিল।

কিন্তু লোয়ার অর্ডারের আমার বাদামি (১৫ বলে অপরাজিত ১৭) আর আয়মান আহমেদের (৫ বলে অপরাজিত ১০) দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার গারুকা সঙ্কেত ৩৬ রানে নেন ৩টি উইকেট।

এমএমআর/এমএস