ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নাজমুল আবেদিন ফাহিম

নিউজিল্যান্ডের জন্য গর্ত খুঁড়ে সে গর্তে নিজেরাই পড়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

ঘরের মাঠে স্পিন পিচ বানিয়ে প্রতিপক্ষকে নাকাল করা, এই কৌশলে বাংলাদেশ সফল হয়েছে আগেও। তবে এবার আর সেই কৌশল সেভাবে কাজে দেয়নি। বরং সিলেটের অপেক্ষাকৃত ভালো পিচে জিতলেও নিজেদের মতো করে ঘূর্ণি পিচ বানিয়ে মিরপুরে নাকাল হয়েছে টাইগাররা।

দেশের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও স্বনামধন্য কোচ, সাকিব-মুশফিকদের গুরু নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, নিউজিল্যান্ডের জন্য গর্ত খুঁড়ে সে গর্তে নিজেরাই পড়েছে বাংলাদেশ। নিজেদের মতো পিচ বানিয়ে প্রতিপক্ষকে নাকাল করতে হবে, এমন মনোভাব থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

নাজমুল আবেদিন ফাহিমের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘নিউজিল্যান্ডের কাছে আমরা দুই দিক দিয়েই হেরে গেলাম। দুই ইনিংস মিলিয়ে আমরা যে রান করেছি, সেটা নিউজিল্যান্ড অতিক্রম করায় আমাদের প্রথম পরাজয়। সেটার জন্য নিউজিল্যান্ডকে অভিনন্দন। তবে ওদের জন্য আমরা যে গর্ত খুড়েছিলাম, সেই গর্তে নিজেরাই পড়ে গিয়ে আমাদের যে দ্বিতীয় পরাজয়টা হলো সেটি মানা কঠিন। যে যাই বলুক না কেন দ্বিতীয় পরাজয়টা হতাশার, মানহানিকর আর অসম্মানের।

টস জিতে আমরা এমন একটা উইকেট পেয়ে ধরেই নিয়েছিলাম এটা ‘piece of cake’ এবং ‘matter of time’। কিন্তু প্রতিপক্ষ যে পুরোটা সিরিজ জুড়ে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল এবং এই শেষ এক ঘণ্টার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সেটি আমরা আমলেই নেইনি। আমরা নিশ্চিত ছিলাম প্রশ্নপত্র আমাদের যেহেতু জানা, আমরা এগিয়ে থাকবোই, আমাদের জয় ঠেকায় কে!

যারা মাথা উঁচু করে চলতে জানে, যাদের মধ্যে অহংকারবোধ আছে, আত্মসম্মানবোধ আছে, পরাজয়ে যারা রক্তাক্ত হয়, যারা হার মেনে নিতে পারে না, আন্তর্জাতিক মঞ্চ তাদের জন্য। ব্যাট বা বল হাতে প্রতি মুহূর্তই তাদের এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। এবং এটাই বোধহয় আমাদের ব্যর্থতা যে আমরা নিজেরা যেমন সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারিনি, তেমনই ব্যর্থ হয়েছি নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।

আমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য ‘সহজ পন্থা’ নামের একটা বই তুলে দিয়েছি তাদের হাতে। এটি শুধু জাতীয় দল বা কেবলমাত্র খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য, তা নয়।

‘ঘরের মাঠে আমরা জিতব এবং বাইরে গিয়ে লড়াই করব’ এই অহমিকা ভরা ভাবনা থেকে আমাদের বোধহয় এখন সরে আসতে হবে। ঘরের মাঠে জয়ের কোন নিশ্চয়তা আগামীতে আর থাকবে না এবং এটি যে কোনো দলের বিরুদ্ধেই। অন্য সবাই আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে এই সত্যটা আমরা যত দ্রুত অনুধাবন করব, ততই আমাদের জন্য মঙ্গল। এটি মাথায় রেখেই এখন থেকে আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে।

যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন এবং ভবিষ্যতেও করবেন, ‘think tank’, তাদের বোধহয় নতুন করে ভাবার সময় এসেছে। পুরো ব্যাপারটাই ঢেলে সাজানো দরকার এবং সেটি আমাদের প্রেক্ষাপটকে মাথায় রেখেই। নয়তো অদূর ভবিষ্যতে আমরা আর তাল মেলাতে পারবো না। সময় কিন্তু চলে যাচ্ছে!!!’

এমএমআর/জেআইএম