ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এ কী করলেন মুশফিক?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

এ কী করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম? নিজের একটি সম্ভাবমনায় ইনিংসে যবনিকাপাত ঘটালেন নিজেই!

ঘটনাবহুল ঢাকা টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির ৪৭ মিনিট পর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডার’ মানে ফিল্ডারের কাজে বাধা দিয়ে আউট হলেন ৮৮ টেস্ট খেলা দেশের ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।

বাংলাদেশ ইনিংসের ৪১ নম্বর ওভারের ঘটনা। নিউজিল্যান্ড ফাস্টবোলার জেমিসনের বল ফরোয়ার্ড ডিফেন্স করে বলের গতি প্রকৃতি না দেখে, কিছু না ভেবে সে বল হাত দিয়ে ধরে ফেললেন ‘মিস্টার ডিপেন্ডেবলের’ তকমাধারী মুশফিক।

বল গড়িয়ে যাচ্ছিল শর্ট পয়েন্ট আর শর্ট গালির মাঝামাঝি। ততদূর যেতেও পারেনি। প্রায় পিচের ওপরই ছিল। মুশফিক হঠাৎ তা ধরতে গেলেন আর তাতেই শেষ ৮৩ বলে ৩৫ রানের সাজানো গোছানো ইনিংসটি।

এমনিতেই বুধবার ঢাকা টেস্টের সকাল থেকেই বিপদে বাংলাদেশ। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল নাজমুল হোসেন শান্তর দল। মুশফিক আর অভিষেক হওয়া শাহাদাত দিপুর হাত ধরে সংকট উত্তরণের স্বপ্ন দেখছিলেন ভক্তরা। জুটি জমে উঠেছিল। ৫৭টি রানও যুক্ত হয়েছিল। আর ঠিক এমন সময় মুশফিকের অমন কাণ্ড!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত হাজার দুয়েক দর্শক বিস্মিত! টিভিতে খেলা দেখা লাখ বাংলাদেশ ভক্ত-সমর্থকের কেউ মেলাতে পারছেন না যে কেন মুশফিক এই কাজটি করলেন?

সাধারণত বল ব্যাটে লেগে উইকেটের দিকে গেলে অনেকেই পা দিয়ে বল থামানোর চেষ্টা করেন। কেউ কেউ পায়ের পাশাপাশি আজকাল ব্যাটও পেতে দেন। যদিও সেটাও আইনসিদ্ধ নয়। পা দিয়ে বলের গতিপথে বাধা দেওয়া গেলেও ব্যাটে লাগার পরও উইকেটের দিকে যাওয়া বল ব্যাট দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে আবার ‘হিট দ্য বল টোয়াইস’ হওয়ার আইন আছে। এ আইনে আউট হ‌ওয়ার নজির খুব কম।

কিউই ফাস্টবোলার জেমিসনের বল মুশফিকের ব্যাটে লেগে উইকেটের দিকে যেতে থাকার সময় মুশফিক তা হাত দিয়ে ধরে ফেললে কেউ তাকে দুষতেন‌ও না। ব্যাপারটা ততটা দুষনীয় হতো না।

কিন্তু যেহেতু এক্ষেত্রে ঘটনাটি তেমন ছিল না, বল চলে যাচ্ছিল উইকেটের বেশ দূর দিয়ে। সেই বল ধরার কোনোই দরকার ছিল না। তাই সবাই এ ঘটনার জন্য মুশফিককেই দুষছেন।

টিভি ধারাভাষ্যে তখন ছিলেন তামিম ইকবাল। তিনি বলছিলেন, 'মুশফিক হয়তো অবচেতন মনে ঘটনাটি ঘটিয়েছেন। অনেক সময় নেটে ব্যাটিংয়ের সময় ব্যাটাররা এমন ঘটনা ঘটান। যেহেতু নেটে উইকেটকিপার কিংবা অফ ও অনসাইডে সামনে, পিছনে ও দুদিকে কেউ থাকেন না, তাই অনেক বল খেলে ব্যাটাররা তা ধরে বোলারের কাছে ফেরত দিয়ে দেন।'

তিনি আর‌ও বললেন, 'মুশফিক হয়তো খেলার মাঝে ডুবে গিয়ে অবচেতন মনে ওই বল ডিফেন্স করার পর আবার ধরতে গিয়ে উইকেট বিসর্জন দিলেন। একজন সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটার হিসেবে যা অনাকাঙ্ক্ষিত ও দৃষ্টিকটু এবং চরম অপেশাদার।'

এআরবি/আইএইচএস/জেআইএম