ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, শীর্ষে কারা?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। ২০২৫ সালে অনুষ্ঠিত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল দুটি মুখোমুখি হবে সেই ফাইনালে।

তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেল (তৃতীয়) মাত্রই শুরু হয়েছে। সুতরাং, ২০২৫ সাল পর্যন্ত সব দলেরই অনেক টেস্ট বাকি রয়েছে। দক্ষিণ আফ্রিকা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও কোনও টেস্টেই মাঠে নামেনি। সুতরাং, শেষ পর্যন্ত যে সব হিসাব-নিকাশ পাল্টে যাবে তা বলাই বাহুল্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট নয়, লড়াই হয় পয়েন্ট শতাংশে। অর্থাৎ মোট পয়েন্টের কত শতাংশ একটি দল পাচ্ছে সেটার উপর বিচার করে ঠিক হয় লিগ তালিকা। একটি ম্যাচ জিতলে পাওয়া যায় ১২ পয়েন্ট। ড্র করলে পাওয়া যায় ৪ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট নেই। পাকিস্তান এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে। দু’টিই জিতেছে। বাংলাদেশ একটি খেলে একটি জিতেছে। দুই দলেরই ১০০ শতাংশ করে পয়েন্ট। তাই এক এবং দুই নম্বর স্থানে রয়েছে এই দুটি দল। পয়েন্ট বেশি হওয়ার কারণে শীর্ষে পাকিস্তান।

ভারত রয়েছে তিন নম্বরে। দু’টি টেস্ট খেলেছিল তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি জিতেছিল এবং অন্যটি ড্র হয়েছিল। ভারতের ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া ৩০ শতাংশ পয়েন্ট পেয়েছে।

পাঁচ ম্যাচের অ্যাশেজে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি জিতেছিল, একটি ড্র করেছিল এবং দু’টি হেরেছিল। কিন্তু ১০ পয়েন্ট পেনাল্টি হয় তাদের। ফলে প্রাপ্ত পয়েন্ট থেকে ১০ বিয়োগ হয়ে যায়।

অন্য দিকে ইংল্যান্ডের কাটা গেছে ১৯ পয়েন্ট। তারা রয়েছে ষষ্ঠ স্থানে (১৫ শতাংশ পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পঞ্চম স্থানে (১৬.৬৭ শতাংশ পয়েন্ট)। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি। দক্ষিণ আফ্রিকা এখনও কোনও টেস্ট খেলেনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ঘরের মাঠে তিনটি টেস্ট সিরিজ এবং বিদেশের মাটিতে তিনটি টেস্ট খেলবে। ভারত এরইমধ্যেই বিদেশের মাটিতে একটি সিরিজ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে যাবে আগামী মাসে।

আইএইচএস/