ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাজে আউট দেখে হতাশ আশরাফুল

‘ফিলিপসকে গোনায় ধরেনি, আমাদের ব্যাটাররা খেলা কম দেখে’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

ইশ সোধি আর এজাজ প্যাটেলের মত স্পেশালিস্ট স্পিনার তিনি নন। সীমিত ওভারের ফরম্যাটে বোলিং করলেও আফগানিস্তানের সাথে অভিষেক টেস্টে গ্লেন ফিলিপসকে বোলিং করতে দেখা যায়নি। যদিও বিশ্বকাপে বোলিং করেছেন প্রায় খেলায়।

ওদিকে দীর্ঘ পরিসরের খেলায়ও গ্লেন ফিলিপসের ট্র্যাক রেকর্ড তত ভালো না। প্রথম শ্রেণির ক্রিকেটে (৪৯ খেলায় ৪০ উইকেট) ম্যাচপিছু একটি করে উইকেটও নেই তার।

কিন্তু আজ মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে সেই ফিলিপসের অফস্পিনে আউট হয়েছেন ৪ বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু ও নুরুল হাসান সোহান।

লেগস্পিনার ইশ সোধি (১৪ ওভারে ১/৭১) কিছুই করতে পারেননি। অফস্পিনার ফিলিপসের বলে কেন ৪ ব্যাটারের আউট হওয়া? খেলা না দেখা যে কেউ ভাবছেন, উইকেটের সহায়তায় বুঝি বাড়তি টার্ন আদায় করে নিয়েই সফল ফিলিপস। আসলে তা নয়।

তার বলে মারতে গিয়েই উইকেট দিয়েছেন শান্ত-মুমিনুলরা। কেন এমন ব্যাটিং? উইকেটই কি স্পিন সহায়ক ছিল? জাগো নিউজের সঙ্গে আলাপে সে প্রশ্নর উত্তর খুঁজতে গিয়ে মোহাম্মদ আশরাফুল বললেন, ‘নাহ, আমাদের ব্যাটাররা যত খারাপ ভাবছে, উইকেট তত খারাপ ছিল না।’

জাতীয় দলের সাবেক অধিনায়কের ধারণা, বাংলাদেশের ব্যাটাররা ফিলিপসকে খুব হালকাভাবে নিয়েছিলেন। আশরাফুলের মনে হয়েছে, টাইগার ব্যাটাররা ধরেই নিয়েছিলেন, প্রথম দিন থেকে বল ঘুরবে। তাই তারা সবাই প্রায় চালিয়ে খেলার চেষ্টা করেছেন।

আশরাফুল বলেন, ‘তাদের ব্যাট চালনা দেখে মনে হলো, তারা ধরেই নিয়েছিল এ উইকেট দ্রুতই স্পিনারের পক্ষে চলে যাবে। তাই চালিয়ে খেলে আগেভাগে বা জলদি রান করে নেই। পরে টার্ন বেশি হবে। কিন্তু মনে হয় দিনের শেষ বল পর্যন্ত উইকেট তত খারাপ হয়নি। একটু আধটু টার্ন থাকলেও আনপ্লেয়েবল ছিল না।’

আশরাফুল বাংলাদেশের ব্যাটারদের সমালোচনা করে বলেন, ‘আমি আগেও বলেছি আমাদের ব্যাটাররা খেলা কম দেখে। কে কোথায় কী করছে, এগুলো দেখে পূর্ব ধারণা রাখা খুব জরুরি। কিন্তু আমাদের ক্রিকেটারদের সে চর্চা কম। আমি নিশ্চিত ফিলিপস যে বিশ্বকাপে প্রায় খেলায় বল করতে গিয়ে ব্রেক থ্রু দিয়েছে, তা সেভাবে মাথায় ছিল না আমাদের ব্যাটারদের। আমরা হয়তো তাকে সেভাবে স্টাডি করিনি। ফিলিপসকে গোনায় ধরিনি। সে কিন্তু ভালো জায়গায় বল করেছে। আর তার বলে মারতে গিয়ে আউট হয়েছেন ব্যাটাররা।’

ফুলটস বলে শান্তর অউট হওয়া নিয়ে আশরাফুল বলেন, ‘সে অল্প বয়সে অধিনায়ক হয়েছে। টাচে ছিল। এমন বলে আউট হয়েছে, ভাষায় প্রকাশের মত না। ফুলটস বল যেখানে খুশি মারতে পারতো। শান্ত আশা করেনি যে ডেলিভারিটা ফুলটস আসবে। সে আগে থেকেই উইকেট ছেড়ে বেরিয়ে গেছে, পরে দেখে বল ফুলটস চলে এসেছে। বল ডেলিভারির আগেই মন সেট করে ফেলেছে। মুমিনুল কমফোর্টেবল ছিল না। বেশ কিছু রান এসেছে উইকেটের পেছনে থার্ডম্যান দিয়ে। ইনিংসটা তেমন গোছানো ছিল না।’

এআরবি/এমএমআর/এমএস