লখনৌ ছেড়ে ফের কলকাতায় গম্ভীর
ভারতীয় প্রিমিয়াল লিগ (আইপিএল) এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। ২০১১ সালে কলকাতায় খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার। এরপর ২০১২ ও ২০১৪ মৌসুমে শিরোপা জয় করেছিল কলকাতা। ওই সময় অধিনায়কের হিসেবে খেলেছিলেন তিনি।
২০১৭ সাল পর্যন্ত কলকাতার সাথেই ছিলেন গম্ভীর। এরপর ২০২২ মৌসুমে টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দেন তিনি।
এবার লখনৌ ছেড়ে পুনরায় নিজের পুরাতন দল কলকাতার মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন গম্ভীর।
গম্ভীব বলেন, আমি আবেগপ্রবণ ব্যক্তি নই এবং অনেক কিছুই আমাকে প্রভাবিত করে না। তবে এটি ভিন্ন। এটা যেখানে শুরু হয়েছিল সেখানেই প্রত্যাবর্তন। আজ আমার গলায় স্থিরতা ও হৃদয় পুলকিত হয়েছে যে, আমি আবার সেই বেগুনি এবং সোনার জার্সি পরে যাওয়ার কথা ভাবছি।"
এ বিষয়ে কলকাতার মালিক শাহরুখ খান বলেন, গৌতম সবসময়ই আমাদের পরিবারের অংশ ছিল এবং আমাদের ক্যাপ্টেন 'মেন্টর' হিসেবে আসছেন।
আইএইচএস/জেআইএম