ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকে ফেবারিট মেনে বাশার বলছেন, ‘ফাইনালে অস্ট্রেলিয়া অন্যরকম দল’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

বেশিরভাগ ক্রিকেটবোদ্ধার মতো হাবিবুল বাশারও বিশ্বকাপ ফাইনালে ভারতকে ফেবারিট মানছেন। বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মনে করেন, আগামীকাল রোববারের (১৯ নভেম্ববর) শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্যই ভারত এগিয়ে।

পুরো বিশ্বকাপে ভারতীয়রা অনেক বেশি ভালো খেলেছেন। নৈপুণ্যের দ্যুতিতে রোহিত শর্মার দল যতটা আলো ছড়িয়েছে, আর কোনো দল তা পারেনি। কাজেই সব হিসাব-নিকাশেই ফাইনালে ভারত ফেবারিট।

তবে হাবিবুল বাশার একতরফা ভারতের পক্ষে নন। সাবেক এই ক্রিকেটার বলছেন, ‘আমি ভারতকে ফেবারিট মানছি। তারপরও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই বলছি না যে, ফাইনালটা একতরফা হবে। আমার মনে হয়, ফাইনালে দুইদলের শক্তি ও ম্যাচ জয়ের সম্ভাবনার অনুপাত ৭০:৩০, কিংবা ৮০:২০ হবে না। ভারতের জয়ের পাল্লা বেশি ঝুলে থাকলেও সেটা ৫৫:৪৫ অনুপাতের বেশি না।’

দলটা অস্ট্রেলিয়া, যাদের মানসিক শক্তি প্রবল। ফাইনালের নার্ভের লড়াইয়ে বরাবর অস্ট্রেলিয়া ভিন্ন এক দল। বাশারের ধারণা, এবারের আসরে ব্যাট-বলে সব দলের চেয়ে অনেক বেটার পারফর্ম করেছে ভারত। তারপরও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই আগাম কিছু বলে দেওয়া সম্ভব নয়।

বাশারের ব্যক্তিগত উপলব্ধি, ফাইনালে অসিদের রূপটা ভিন্ন বলেই হয়তো ভারতও ফাইনালে তাদের বদলে অন্য দলের সাথে খেলতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতো।

বাশার বলেন, ‘ভারত এবার যে ক্রিকেট খেলেছে, তাতে ফাইনালে তাদের প্রতিপক্ষ অন্য কেউ হলে অনুপাত ৮০:২০ দিয়ে দিতাম। কিন্তু অস্ট্রেলিয়া বলেই আমি ৫৫: ৪৫ বলছি। কারণ অস্ট্রেলিয়া যে কোনো ফাইনালে অন্যরকম দল।’

ভারতের দল হিসেবে ভালো খেলার ধরনটা জাতীয় দলের এ নির্বাচককে দারুণ আকৃষ্ট করেছে। হাবিবুল বাশারের ব্যাখ্যা, ‘এবারের বিশ্বকাপে ভারতের প্রায় সব ক্রিকেটার একসঙ্গে জ্বলে উঠেছেন। সাধারণত একটা দলের বেশিরভাগ খেলোয়াড় একসঙ্গে ভালো খেলেন না। এমন নজির আসলে কম যে একই সাথে ৫-৬ জন ব্যাটার ও বোলারদের দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু এবারের বিশ্বকাপে ইন্ডিয়ান ক্রিকেটাররা ব্যতিক্রম। তাই এই দলকে হারানো সত্যিই খুব কঠিন কাজ হবে অসিদের জন্য।’

বেশিরভাগ অনুরাগী, ভক্ত-সমর্থক ও বিশেষজ্ঞের চোখ বিরাট কোহলির দিকে। অনেকেরই ধারণা ফাইনালে কোহলির জ্বলে ওঠার ওপর নির্ভর করবে ভারতের ভাগ্য।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার একটু ভিন্নভাবে চিন্তা করছেন। তার উপলব্ধি, অস্ট্রেলিয়া খুব বেশি করে চাইবে রোহিত শর্মাকে আগে আউট করে দিতে। কারণ ব্যাখ্যা করে বাশার বলেন, ‘রোহিত শর্মা এবারের বিশ্বকাপে ভারতের হয়ে একটি ভাইটাল রোল প্লে করছেন। খালি চোখে হয়তো বোঝা যাচ্ছে কম। রোহিত সেঞ্চুরি করেছেন মাত্র একটি। তবে যে ফ্লাইং স্টার্টটা এনে দিচ্ছেন, তাতে করে ভারতের ব্যাটিংয়ের শুরুটা একটা ভিন্ন মাত্রা ও ছন্দ পাচ্ছে।’

‘শুভমান গিল তার চেয়ে বেশি রান করলেও রোহিত শর্মার ওই আক্রমণাত্মক সূচনায় প্রতিপক্ষ বোলিংটা এলোমেলো হয়ে যাচ্ছে। ভারত একটা প্লাটফর্ম পাচ্ছে। তাতে করে বাকিদের ভালো খেলা সহজ হচ্ছে। কাজেই ফাইনালে রোহিতের শুরুতে হাত খুলে খেলাটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বিরাট কোহলিকে নিয়ে আপনার মত কী? ফাইনালে কোহলি কী ভূমিকা রাখতে পারেন? বাশারের জবাব, ‘বিরাট কোহলি অনেক রান করেছেন। তবে ফাইনালে কী করেন, তা নিয়ে খানিক সংশয় আছে। কারণ তিনি তো প্রায় সব ম্যাচে ভালো খেলে রান করেছেন। ফাইনালেও বিরাটই যে দল জেতাবেন, তা জোর দিয়ে বলা কি ঠিক হবে?’

বাশার মনে করেন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও ম্যাক্সওয়েলও পারেন অনেক কিছু করতে। তবে অস্ট্রেলিয়ার চিন্তার জায়গা হলো বোলিং। ওই জায়গায় ভারত অনেক এগিয়ে।

এআরবি/এমএমআর/এএসএম