ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দর্শক সমর্থন নিয়ে চিন্তিত নন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:২০ এএম, ১৫ নভেম্বর ২০২৩

ভারতের ওয়াংখেড় স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে। তবে ম্যাচ শুরুর আগে এক লড়াইয়ে আগেভাগে পিছিয়ে পড়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওয়াংখেড় স্টেডিয়ামের গ্যালারি যে আজ ভারতের দর্শকে পরিপূর্ণ থাকবে এটাই স্বাভাবিক। সেখানে খুব কম সংখ্যক কিউই দর্শক থাকবে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এটা ভালো করেই জানেন। গ্যালারি থেকে যে সমর্থন পাওয়া যাবে না তা মাথায় রেখেই সেমিফাইনালে মাঠে নামবে তার দল।

গত বিশ্বকাপ অর্থাৎ ২০১৯ সালেও সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সে ম্যাচ হয়েছিল ইংল্যান্ডে, এবারের ম্যাচ ভারতে। স্বাভাবিকভাবেই আজ ভারতের পক্ষে সমর্থক বেশি থাকবে। তবে এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন উইলিয়ামসন।

এ সম্পর্কে উইলিয়ামসন বলেন, এটা ঠিক যে, গ্যালারিতে বিপুল সংখ্যক ভারতীয় দর্শক থাকবে। তারা রোহিতদের সমর্থনে গলা ফাটাবে। ক্রিকেটার হিসেবে এমন সমর্থকের সামনে খেলাটাও একটা প্রাপ্তি। অনেক বছর ধরে এমন সব মাঠে খেলছি, যেখানে আমাদের জন্য কোনো সমর্থন ছিল না। এটাতে আমরা অভ্যস্ত।'

আইএইচএস/জেআইএম