ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্রুতই নিষেধাজ্ঞা উঠে যাবে, বিশ্বাস কুশল মেন্ডিসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে সময়টা একদমই ভালো যায়নি শ্রীলঙ্কার। মাত্র দুই ম্যাচ জিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটাও অনেকটা অনিশ্চিত তাদের। এমন অবস্থায় মরার উপর খারার ঘা হয়ে এসেছে আইসিসির নিষেধাজ্ঞা। ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি।

আইসিসির এমন সিদ্ধান্তে লঙ্কান ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই হতাশ। সাবেক ক্রিকেটাররা এর সমালোচনায় সরব। আগামী বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে শ্রীলঙ্কায়। সেখানে খেলাও অনিশ্চিত হয়ে পড়ছে লঙ্কানদের। তাছাড়া আগামী বছরের শুরু থেকেই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে তাদের।

আইসিসি নিষেধাজ্ঞা দিলেও সেই নিষেধাজ্ঞা খুব দ্রুতই উঠে যাবে এমন আশা ব্যক্ত করেছেন লঙ্কান ওয়ানডে দলের অধিনায়ক কুশল মেন্ডিস।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশা করছি দ্রুতই নিষেধাজ্ঞা উঠে যাবে। এতে করে আমরা আবার অনুশীলন শুরু করতে পারবো। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে পারাটাও আমাদের জন্য বিশেষ কিছু হবে।’

লঙ্কান সাবেক কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে বিশ্বকাপে লঙ্কান ক্রিকেট দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা প্রস্তুতিতে অনেক ঘাটতি দেখতে পেয়েছি। আশা করছি সবাই সেটা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যাবে।’

এমএমআর/জিকেএস