ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফের অদ্ভুত চোটের কবলে ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০১ নভেম্বর ২০২৩

গ্লেন ম্যাক্সওয়েলকেই যেন পেয়ে বসে অদ্ভুত সব চোটে। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ শুরুর আগে বন্ধুর জন্মদিন উদ্যাপন করতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে যায় তার।

এবার আরেকটি অদ্ভুত চোটের কবলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। যে চোটের কারণে আহমেদাবাদে আগামী ৪ নভেম্বর (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গলফ কার্টের (একধরনের ছোট গাড়ি) পেছনে উঠে ক্লাবহাউস থেকে টিম বাসে ফিরছিলেন ম্যাক্সওয়েল। এ সময় কার্ট থেকে হাত ফসকে যাওয়ার কারণে চোট পান তিনি।

কার্টে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। পরে চোটের কথা নিজেই জানান ম্যাক্সওয়েল। ফলে আগামী ৬-৮ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিপক্ষে।

ম্যাক্সওয়েলের ইনজুরির বিষয়ে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘সে ভালো আছে। আজ (বুধবার) সে হালকা কিছু শারীরিক ব্যায়াম করেছে। আমি অনুভব করি, আগামী ম্যাচগুলোতে সে দলের সাথে যোগ দিতে পারবে। আমি মনে করি, সে বড় কোনো ইনজুরির শিকার হয়নি এটি আমাদের সৌভাগ্য; যা এর চেয়েও আরো বেশি খারাপ হতে পারতো।’

অস্ট্রেলিয়া কোচ আরও বলেন, ‘আমি মনে করি, তার সততা সবাইকে চমকে দিয়েছে। এটি আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে। সে (ম্যাক্সওয়েল) একটি খেলা মিস করতে চলেছে। তবে সারাদিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি একটি পরিষ্কার দুর্ঘটনা ছিল এবং দুর্ভাগ্যবশত দলের জন্যই আমাদের আমার এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘এটি আমাদের লোয়ারঅর্ডার ব্যাটিংয়ে কিছুটা রদবদল আনবে। এতে কোনো সন্দেহ নেই যে, গ্লেন যেভাবে বল করছিল, আমাদের বোলিংয়ে সেটা এডজাস্ট করে নিতে হবে। সন্দেহের অবকাশ নেই যে, সে যেভাবে পারফর্ম করছিল, তাতে তার দলে না থাকার আমাদের জন্য একটি ধাক্কা। তবে আমাদের মার্কাস স্টয়নিস আছে। সে আজকের (বুধবার) অনুশীলনে ভালো করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাক্সওয়েলে পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন মার্কাস স্টয়নিস বা ক্যামেরন গ্রিন।

এমএমআর/জিকেএস