ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৫০ রান হলেই সেটি ভালো উইকেট হয়ে যায় না: দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২১ অক্টোবর ২০২৩

এবারের বিশ্বকাপে প্রায় প্রত্যেক ম্যাচেই তিনশোর বেশি রান করছে দলগুলো। সর্বশেষ অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচে দুই দলই করেছে তিনশোর বেশি। অনেকের মতে, তিনশোর বেশি রান হলেই সেই উইকেট ভালো উইকেট বলে বিবেচিত হচ্ছে। তবে এমন সিদ্ধান্তের ঘোর বিরোধী স্বয়ং স্বাগতিক দেশ ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে দ্রাবিড় বলেন, ‘আপনি যদি শুধু ৩৫০ রানের ম্যাচই দেখতে চান এবং সেটিকে ভালো উইকেট বলেন, তাহলে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমার মনে হয় আপনার অন্যরকম দক্ষতাও দলের কাছ থেকে দেখতে চাওয়া উচিত। এটা এমন না যে আমরা শুধু চার ও ছয়ই দেখতে চাচ্ছি। তাহলে আপনার জন্য টি-টোয়েন্টি ক্রিকেট রয়েছে।’

দ্রাবিড় নিন্দুকদের সমালোচনা করে বলেন, ‘দিল্লি কিংবা পুনেতে ৩৫০-এর উইকেট রয়েছে। যদি সেগুলো ভালো উইকেটই হয়; তা বোলাররা কেন আছে, কেন স্পিনাররা খেলছে? আমি নিশ্চিতভাবেই দ্বিমত পোষণ করছি তাদের সঙ্গে। আমার মনে হয়, আমরা সব রকল স্কিলই দেখতে চাই ক্রিকেটারদের থেকে, কিভাবে ব্যাটসম্যানরা মাঝের ওভারে স্ট্রাইক রোটেট করে খেলছে। জাদেজা, স্যান্টনার, জাম্পার বোলিং দেখুন। কেন উইলিয়ামসের স্ট্রাইক রোটেট করে খেলা দেখেন। কোহলি-রাহুলের অসিদের বিপক্ষে খেলা দেখেন। এগুলো হচ্ছে স্কিল।’

বাংলাদেশের বিপক্ষে লোকেশ রাহুলের ব্যাটিংয়ের প্রশংসাও করেন দ্রাবিড়, ‘এটা আসলেই তার জন্য সহজ ছিল না এবং সে অসাধারণভাবে খেলেছে। আমার মনে হয়, রাহুল টুর্নামেন্টে দারুণ করছে। যখনই সে সুযোগ পাচ্ছে, রান করছে। তবুও তার জন্য এটা চ্যালেঞ্জের টুর্নামেন্ট।’

এমএমআর/জেআইএম