ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক সেঞ্চুরি যাদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ এএম, ১৭ অক্টোবর ২০২৩

ক্রিকেট মানেই ব্যাট-বলের তুমুল যুদ্ধ। এই যুদ্ধে কখনও এগিয়ে থাকে বোলাররা, কখনও ব্যাটার। কখনও কখনও ব্যাটারদের দাপট এতটাই বেশি থাকে যে, বোলাররা ম্লান হয়ে যায় তখন।

এবারের বিশ্বকাপটাই যেমন। ভারত বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাচ্ছে। প্রথম ১০ ম্যাচেই হয়েছে ১২টি সেঞ্চুরি। আগের কোনো বিশ্বকাপে এতগুলো সেঞ্চুরির দেখা মেলেনি। এমনকি পাকিস্তান-শ্রীলঙ্কার এক ম্যাচেই হয়েছে মোট ৪টি সেঞ্চুরি। যা বিশ্বকাপের রেকর্ড। এক ম্যাচে এত সেঞ্চুরি বিশ্বকাপ আগে কখনও উপহার দিতে পারেনি। ওয়ানডে ইতিহাসেই তো এ নিয়ে তৃতীয়বার।

ব্যক্তিগত সেঞ্চুরি হাঁকানোর ক্ষেত্রে এগিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নামলেই যেন তিন অংকের ঘর ছুঁবেনই! যে কারণে বিশ্বকাপের ইতিহাসে তার সেঞ্চুরির সংখ্যা সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৭টি। ৬টি সেঞ্চুরি নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমেই একটি সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন তিনি।

এবার জেনে নেয়া যাক- বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি যাদের, তাদের নামের তালিকা এবং সেঞ্চুরির সংখ্যা-

খেলোয়াড়

সময়কাল

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

১০০

৫০

রোহিত শর্মা (ভারত)

২০১৫-২০২৩

২০

১১৯৫

১৪০

৬৬.৩৮

শচিন টেন্ডুলকার (ভারত)

১৯৯২-২০১১

৪৫

২২৭৮

১৫২

৫৬.৯৫

১৫

কুমারা সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

২০০৩-২০১৫

৩৭

১৫৩২

১২৪

৫৬.৭৪

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

১৯৯৬-২০১১

৪৬

১৭৪৩

১৪০*

৪৫.৮৬

সৌরভ গাঙ্গুলি (ভারত)

১৯৯৯-২০০৭

২১

১০০৬

১৮৩

৫৫.৮৮

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

২০১৫-২০২৩

২১

১০৫৭

১৭৮

৫৫.৬৩

এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

২০০৭-২০১৫

২৩

১২০৭

১৬২*

৬৩.৫২

মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)

১৯৯২-১৯৯৯

২২

১০০৪

১৩০

৫২.৮৪

তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)

২০০৭-২০১৫

২৭

১১১২

১৬১*

৫২.৯৫

মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

১৯৯৯-২০১৫

৪০

১১০০

১১৫*

৩৫.৪৮

শিখর ধাওয়ান (ভারত)

২০১৫-২০১৯

১০

৫৩৭

১৩৭

৫৩.৭০

রমিজ রাজা (পাকিস্তান)

১৯৮৭-১৯৯৬

১৬

৭০০

১১৯*

৫৩.৮৪

অ্যারোন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

২০১৫-২০১৯

১৮

৭৮৭

১৫৩

৪৩.৭২

জো রুট (ইংল্যান্ড)

২০১৫-২০২৩

২০

৯২৮

১২১

৫৪.৫৮

ম্যাথ্যু হেইডেন (অস্ট্রেলিয়া)

২০০৩-২০০৭

২২

৯৮৭

১৫৮

৫১.৯৪

ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৭৫-১৯৮৭

২৩

১০১৩

১৮১

৬৩.৩১

সাইদ আনোয়ার (পাকিস্তান)

১৯৯৬-২০০৩

২১

৯১৫

১১৩*

৫৩.৮২

সনৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)

১৯৯২-২০০৭

৩৮

১১৬৫

১২০

৩৪.২৬

রায়ান টেন ডেসকাট  নেদারল্যান্ডস)

২০০৭-২০১১

৪৩৫

১১৯

৬২.১৪

রডনি মার্শ (অস্ট্রেলিয়া)

১৯৮৭-১৯৯২

১৩

৫৭৯

১২৬*

৪৮.২৫

কেভিন পিটারসেন (ইংল্যান্ড)

২০০৭-২০১১

১৩

৫৭৫

১০৪

৪৭.৯১

জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)

২০১৯-২০২৩

১৪

৬১৯

১১১

৪৪.২১

গ্লেন টার্নার (নিউজিল্যান্ড)

১৯৭৫-১৯৮৩

১৪

৬১২

১৭১*

৬১.২০

মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)

১৯৯৯-২০০৩

১৫

৫২১

১২৪

৪৩.৪১

গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৭৫-১৯৮৩

১৫

৫৯১

১০৬*

৪৫.৪৬

ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে)

২০০৭-২০১৫

১৫

৬৯০

১৩৮

৪৬.০০

আমির সোহেল (পাকিস্তান)

১৯৯২-১৯৯৬

১৬

৫৯৮

১১৪

৩৭.৩৭

ডেভিড বুন (অস্ট্রেলিয়া)

১৯৮৭-১৯৯২

১৬

৮১৫

১০০

৫৪.৩৩

মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)

২০১১-২০২৩

১৯

৬৫৭

১২৮*

৫৪.৭৫

কুইন্টন ডি কক (দক্ষিন আফ্রিকা)

২০১৫-২০২৩

১৯

৬৫৯

১০৯

৩৮.৭৬

রাহুল দ্রাবিড় (ভারত)

১৯৯৯-২০০৭

২২

৮৬০

১৪৫

৬১.৪২

ফ্যাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)

২০১১-২০১৯

২৩

৯২৬

১০৯

৫৭.৮৭

উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)

২০০৭-২০১৫

২১

৬৯৭

১৩৩

৩৬.৬৮

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

২০১১-২০১৯

২২

৮৪২

১৫৯

৪২.১০

নাথান অ্যাসলে (নিউজিল্যান্ড)

১৯৯৬-২০০৩

২২

৪০৩

১০২*

২০.১৫

বিরেন্দর শেবাগ (ভারত)

২০০৩-২০১১

২২

৮৪৩

১৭৫

৩৮.৩১

স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড)

২০০৩-২০১১

২৬

৯০৯

১৪১

৫৩.৪৭

হার্সেল গিবস (দক্ষিণ আফ্রিকা)

১৯৯৯-২০০৭

২৫

১০৬৭

১৪৩

৫৬.১৫

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

২০১১-২০২৩

২৪

৯৮৯

১৪৮

৬১.৮১

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)

২০১১-২০১৯

২৭

৯৯৫

২৩৭*

৪৩.২৬

বিরাট কোহলি (ভারত)

২০১১-২০২৩

২৯

১১৮৬

১০৭

৪৯.৪১

অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)

১৯৮৭-২০০৩

৩৫

১০৬৪

১৪৫

৩৬.৬৮

সাকিব আল হাসান (বাংলাদেশ)

২০০৭-২০২৩

৩২

১২০১

১২৪*

৪২.৮৯

১০

স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)

১৯৯৬-২০০৭

৩৩

১০৭৫

১৩৪*

৩৫.৮৩

ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৯২-২০০৭

৩৪

১২২৫

১১৬

৪২.২৪

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

২০০৩-২০১৯

৩৫

১১৮৬

২১৫

৩৫.৯৩

আইএইচএস/