ওই নতুনের কেতন ওড়ে
সুযোগের অপেক্ষায় মোহাম্মদ ওয়াসিম
পাকিস্তান দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য মোহাম্মদ ওয়াসিম। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ওয়াসিমের জম্ম খাইবার পাখতুনখাওয়ায়। ছোটোবেলায়ই ক্রিকেট হাতে খড়ি। পাকিস্তানে অন্য সবার যেভাবে শুরু হয় ওয়াসিমও তার ব্যতিক্রম নয়। টেপ টেনিসেই ক্রিকেট খেলা শুরু করেন ডানহাতি এ পেসার।
মোহাম্মদ ওয়াসিমের বসবাস যেখানে, সেখানে ক্রিকেট খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। ক্রিকেটের জন্যই তাকে বাড়ির মায়া ছাড়তে হয়েছিল। খেলার প্রতি আরো বেশি মনোযোগী হতে তিনি প্রাদেশিক রাজধানী পেশোয়ারে চলে আসেন। সেখানে যোগ দেন একটা ক্লাবে। নিজেকে আরো শাণিত করতে মনোযোগী হন। পরিশ্রমের ফসলও পেয়ে যান হাতে হাতে। প্রথমে স্থানীয় ক্লাব, এরপর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পান এ পেসার।
২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে অনেকটা হঠাৎ করেই ডাক পেয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম। নাসিম শাহের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। নাসিম শাহ হঠাৎ করে জাতীয় দলে ডাক পান। ফলে সুযোগ আসে ওয়াসিমের সামনে।
২০২১ সালের মার্চে মোহাম্মদ ওয়াসিম প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পান। তবে সে সময় তার মাঠে নামা হয়নি। ২০০১ সালে জম্ম নেওয়া ওয়াসিম প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলেন ২০২২ সালে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
তবে তার আগে টি-২০ ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডান হাতি এ পেসারের, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক ম্যাচটা অনেক অনেক দিন মনে রাখবেন ওয়াসিম। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম শিকার ছিলেন ক্রিস গেইল।
টি-টোয়েন্টি হোক আর ওয়ানডে- উভয় ঘরানার ক্রিকেটে সাফল্যের পরিচয় দিয়ে চলেছেন মোহাম্মদ ওয়াাসিম। বিশ্বকাপে তার দারুণ সম্ভাবনা রয়েছে। তার প্রমাণও রেখেছেন তিনি। এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে তার শিকার ২৪ উইকেট। সেরা বোলিং ৩৬ রানে ৪ উইকেট।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করে নির্বাচকদের আস্থার জবাবও দিয়েছেন। এবারও নাসিম শাহ না থাকায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান। সে সঙ্গে তার সামনে ভালো করারও দারুণ সুযোগ তৈরি হয়েছে। সে সুযোগের অপেক্ষাতেই রয়েছেন এখন মোহাম্মদ ওয়াসিম।
আইএইচএস/