ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওই নতুনের কেতন ওড়ে

বিশ্বকাপে বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন গিল?

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

পাঞ্জাবের ফাজিকা শহরে ১৯৯৯ সালে এক শিখ পরিবারে জম্ম শুভমান গিলের। তার বাবা লখিন্দর সিং একজন কৃষিবীদ। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ায়। সে স্বপ্ন পূরণ হয়নি। তবে একেবারেই যে হয়নি তা নয়, নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নের বীজটা ছেলের মধ্যে রোপণ করেছিলেন। সেই বীজ এখন মহীরুহ। কেননা তার ছেলে শুভমান গিল শুধু যে একজন ক্রিকেটার তা নয়, ভারতীয় জাতীয় দলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন।

নিজেরে স্বপ্নকে ছেলের মাঝ দিয়ে পূরণের জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি লখিন্দর সিং। নিজ খামারে ছেলের ক্রিকেট অনুশীলনের জন্য লোক ভাড়া করেছিলেন। তাদের কাজ ছিল, ছেলের ব্যাটিংয়ে সহায়তা করা, অর্থাৎ বোলিং করা। এক সময় লখিন্দর সিং দেখলেন ছেলের উন্নত প্রশিক্ষণ দরকার। তখন স্টেডিয়ামের কাছে বাড়ি ভাড়া নিয়েছিলেন।

এরপর আর পিছনে তাকাতে হয়নি শুভমান গিলকে। ২০১৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শুভমান গিল এখন দারুণ সময় পার করছেন। নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে জ্বলে ওঠার সব উপকরণ নিয়ে প্রস্তুত তিনি। যদিও ডেঙ্গু জ্বরের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষেও তিনি মাঠে নামতে পারবেন কি না নিশ্চিত নয়।

ব্যাট হাতে তার ঝলক যে কোনো দলের জন্য হুমকি স্বরূপ। তার প্রমাণ প্রতিপক্ষ দলগুলো এরই মধ্যে পেতে শুরু করেছে। বোলারদের পেটানোর কাজটা অবলীলায় করে যান তিনি। আর এ কাজটা তার কাছে যেনো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড ভালোভাবেই টের পেয়েছিল। ২০৮ রানে ঝলমলে এক ইনিংস খেলেছিলেন। এ ইনিংসটা খেলতে মাত্র ১৪৯ বল মোকাবেলা করেছিলেন।

ঘরের মাঠে ভারতকে আবারও বিশ্বকাপ শিরোপা জিততে হলে শুভমান গিল হতে পারেন অন্যতম এক সারথি। এ বছরই এরই মধ্যে চারবার তিন অঙ্কের যাদুকরী রানের দেখা পেয়েছেন। শুধু ব্যাট হতে যে প্রতিক্ষকে নাকাল করার যাদু তার হাতে আছে তা নয়, বুদ্ধির জোরেও প্রতিপক্ষের দুঃশ্চিন্তার কারণ তিনি।

এরই মধ্যে অধিনায়কত্বেরও স্বাদ নিয়েছেন। তবে সিনিয়র দলের নয়, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন তিনি। ২০১৮ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। একই সঙ্গে টুর্নামেন্টে সেরা। আর উদীয়মান একাদশের একজন হয়ে দলে জায়গা করে নিয়েছিলে। যেভাবে ব্যাটি করে চলেছেন এবারের বিশ্বকাপে শুভমান গিল যে বিশেষভাবে নজর কাড়বেন তাতে কোনো সন্দেহ নেই।

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলে সব স্পটলাইট থাকবে শুভমানের ওপর। আজ নামতে না পারলেও শুভমান গিল পরের ম্যাচ থেকেই মাঠে নামবেন, এটা নিশ্চিত। সে ক্ষেত্রে ভারত হয়ে উঠবে আরও শক্তিশালী।

আইএইচএস/