বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ
প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ধর্মশালা থেকে চেন্নাই- হিমালয় থেকে দাক্ষিণাত্য- সব জায়গাতেই গল্প এক। ব্যাটারদের ব্যর্থতার গল্প চলমান।
বিশ্বকাপে প্রতিটি দলকে খেলতে হবে মোট ৯টি ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার প্রাথমিক লক্ষ্য ঠিক করে রেখেছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরে গেছে টাইগাররা। বাকি ৬ ম্যাচের মধ্যে আর কতটিতে জিতলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে?
বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান মনে করছেন, বাংলাদেশ শেষ ৬ ম্যাচের সবগুলোতেই জিততে পারে। চেন্নাইতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয় পরের ৬ ম্যাচ সম্পর্কে। তিনি ইতিবাচক উত্তরই দিয়েছেন, ‘অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টার মধ্যে ছয়টাই জিততে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই হারে বাংলাদেশ দলের আবহ কেমন, তা জানতে চাইলে মোস্তাফিজ বলেছেন, ‘বেশি আফসোস করলে হবে না। হাতে এখনো ছয়টা ম্যাচ আছে।’
পরের ছয়টা ম্যাচ নিয়ে কী করণীয় সে বিষয়ে আলোচনা হচ্ছে- এমনটা জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমরা ভালো করার সুযোগ খুঁজছি, কী করলে আমরা ভালো করতে পারব। সবাই মিলে কথা বলছিলাম, কী করলে ভালো করতে পারি।’
নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের কারণ হিসেবে মোস্তাফিজ ব্যাটিংকে সরাসরি দায়ী করেননি। শুধু বলেছেন, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি চান্স থাকত। ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলত।’ তিনি আরও বলেন, ‘অন্তত ২৮০ হলে ভালো হতো।’
আইএইচএস/