ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওই নতুনের কেতন ওড়ে

ব্যাটে-বলে জ্বলে উঠবেন গ্রিন, অপেক্ষায় অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২৩

ব্যাট হাতে যে কোনো সময় ঝড় তুলতে পারেন ক্যামেরন গ্রিন। মাত্র তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। বয়সটা কম হওয়ায় ঝড়ো ইনিংস খেলার সামর্থ্যটা ভালোই রয়েছে গ্রিনের।

বয়সটা খুব বেশি না হলেও এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দামি খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। আইপিএলের নিলামে ২০২৩ সালে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্বিতীয় দামি খেলোয়াড় ছিলেন গ্রিন। সাড়ে ১৭ কোটি রুপিতে যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ব্যাট হাতে ফাস্ট মিডিয়াম পেস বোলিং- এমন একজন অলরাউন্ডারকে কে না চায় দলে!

এরই মধ্যে মধ্যে ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যামেরন গ্রিন। খুব বেশি রান যে করেছেন তা নয়, ১৫ ম্যাচে তার সংগ্রহ ৩০২ রান। তবে যতক্ষণ ক্রিজে থাকেন ততক্ষণ বোলারদের মাথাব্যথার কারণ হয়ে থাকতে পারেন। রান গড়টা তার প্রমাণ, ৫০.৩৩।

ওয়ানডে ক্রিকেটে এখনো সেঞ্চুরির দেখা পাননি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভালোভাবে বোলারদের ভুগিয়েছেন তিনি। এক ডজন হাফ সেঞ্চুরি সেখানে তার। আর সেঞ্চুরির সংখ্যাটা খুব যে কম তা নয়। সেঞ্চুরি করেছেন ৯টি। দলের প্রয়োজনে বল হাতেও দক্ষতায় মোটেও পিছিয়ে নেই গ্রিন। ক্যারিয়ারে ১১ উইকেট রয়েছে তার ঝুলিতে। তবে ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ৫ উইকেট শিকারেরও কীর্তি রয়েছে।

গ্রিন মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে তার ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন; কিন্তু ইনজুরি তার সব পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করে। একের পর এক ইনজুরির কারণে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন।

অস্ট্রেলিয়া ওয়ানডে দলের হয়ে বিশ্বকাপের আগেই গ্রিন ভারত সফর করেছেন। ফলে বিশ্বকাপে অনেকটা পরিচিত পরিবেশ পাচ্ছেন। আর সেই পরিবেশে গ্রিন ব্যাট হাতে যদি ঝড় তুলতে পারেন, তাহলে বিশ্বকাপের সবচেয়ে সফল দলের হাতে আবারও কাপ দেখা যেতে পারে।

যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কিছুই করতে পারেননি। ব্যাট হাতে ২০ বল খেলে করেছেন মাত্র ৮ রান। আর বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়েছিলেন; কিন্তু কোনো উইকেট পাননি। পরের ম্যাচগুলোতে গ্রিনের জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়ান সমর্থকরা।

আইএইচএস/