ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৮ বলে ০ করা ইয়ংকে ফেরালেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

৮ বলে ০ রান করেন মোস্তাফিজের লাফিয়ে উঠা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন উইল ইয়ং। ১৫ রানে প্রথম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ১৬। ফিন অ্যালেন ১১ আর চাদ বয়েস ১ রানে অপরাজিত আছেন।

এমএমআর/এমএস