ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফাইনালসেরা সিরাজ, টুর্নামেন্টসেরা কুলদ্বীপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বল হাতে রীতিমত আগুন ঝরালেন। ফাইনালটা একতরফা করে দিলেন বলতে গেলে একাই। মোহাম্মদ সিরাজের হাতে ফাইনালে ম্যাচসেরার পুরস্কার উঠবে সেটা অনুমিতই ছিল। তাই হলো।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ৭ ওভারে ১ মেইডেনসহ ২১ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন সিরাজ। তাতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। ১০ উইকেটের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আরেক ভারতীয়র হাতে। ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব।

যদিও টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা (১১টি)। তবে কুলদ্বীপ টানা দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৫ আর শ্রীলঙ্কার সঙ্গে সুপারফোরপর্বে ৪ উইকেট পান। তাকেই টুর্নামেন্টসেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এমএমআর/জিকেএস