ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই পেসারের বন্ধুত্ব: বুমরাহর নবজাতকের জন্য কী উপহার দিলেন শাহিন?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

দুই দেশের সরকারে-সরকারে দ্বন্দ্ব, বোর্ডে বোর্ডে দ্বন্দ্ব। ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মধ্যেও যে দ্বন্দ্ব একেবারে নেই তা নয়। কিন্তু ভারত-পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটারের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ওয়াগা সীমান্তের কাঁটাতারের বেড়া, তাদের হৃদয়ে কখনো পার্থক্য হয়তো সৃষ্টি করতে পারেনি।

সে কারণেই ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সামনে আসলে কুশল বিনিময় করে, একে অপরের সঙ্গে হেসে কথা বলে। ছবি তোলে।

সব বৈরি সম্পর্ক ছাপিয়ে এই দুই দলের ক্রিকেটারদের মধ্যে যে আরও বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান তা দেখিয়ে দিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতীয় ক্রিকেট দলের মধ্যে নতুন পিতৃত্বের স্বাদ পাওয়া জসপ্রিত বুমরাহকে ডেকে শুভেচ্ছা জানিয়েছেন পাক পেসার। শুধু তাই নয়, নবজাতকের জন্য উপহারও দিলেন তিনি।

এশিয়া কাপে ভারতীয় দলে ছিলেন বুমরাহ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও দলে ছিলেন তিনি। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচের আগেই দেশে ফিরে যান এই ভারতীয় পেসার। কারণ, তার স্ত্রী সন্তান প্রসবের সময় চলে এসেছিলো। স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরে যান বুমরাহ।

তার স্ত্রী সঞ্জনা গণেশন পূত্র সন্তানের জন্ম দেন। এরপর নতুন পিতৃত্বের স্বাদ নিয়ে আবার পিরে আসেন শ্রীলঙ্কায় এবং পাকিস্তানের বিপক্ষেই সুপার ফোরের ম্যাচে ভারতীয় একাদশে ফিরে আসেন তিনি।

রোববার কলম্বোয় বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা হয়নি। খেলা গড়িয়েছে সোমবার রিজার্ভ ডে’তে। খেলা শুরুর আগেই বুমরাহর হাতে উপহার তুলে দিলেন শাহিন।

টুইটারে (এখন এক্স) পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে বুমরাকে ডেকে তার হাতে উপহার তুলে দিচ্ছেন শাহিন। পাক পেসার বলেন, ‘তোমার সন্তানকে আল্লাহ রহম করুন। এক দিন সে বুমরা হয়ে উঠবে এই আশা করি।’

এরপরই দু’জনই হাতে হাত মেলান। শুভেচ্ছা এবং উপহারের বিমিনয়ে বুমরাহও শাহিনকে হাসি উপহার দেন এবং উল্টো শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

ভিডিওতে দেখা গেছে, বুমরাহর হাতে একটি বক্স তুলে দিয়েছেন আফ্রিদি। যদিও সেই বক্সে কী ছিল, তা জানা যায়নি। বক্স যে প্যাকেটের মধ্যে ছিল, আফ্রিদি সেটাও তুলে দেন বুমরাহর হাতে।

আইএইচএস/