ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

পাল্লেকেলেতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। কলম্বোয় আজ আবারও মুখোমুখি দুই দল। এবার কী হবে? ম্যাচ শেষ হতে পারবে নাকি বৃষ্টিতে ভেসে যাবে সব?

এমন হিসাব-নিকাশ সামনে রেখে কলম্বোর আর প্রেমাদাসায় টস করতে নামলেন বাবর আজম এবং রোহিত শর্মা। এই দুই অধিনায়কের মধ্যে শুরুতেই জয় হলো পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। টস জিতে অবশ্য বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

নিজেদের বোলিং শক্তির ওপর দারুণ আস্থা পাকিস্তান অধিনায়কের। শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ- এই চার পেসারের সমন্বয়। সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন শাদাব খান। পাকিস্তানের এই বোলিংয়ের সামনে আগের ম্যাচে ২৬৬ রান করতে সক্ষম হয়েছিলো ভারত।

টস জিতে বোলিং নেয়ার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘উইকেটে আদ্রতা রয়েছে। অবশ্যই উচ্চ স্নায়ুর চাপের ম্যাচ এটা। তবে আমরা ম্যাচ টু ম্যচে এগুতে চাই। সব ডিপার্টমেন্ট একসঙ্গে জ্বলে উঠতে চাই। কোনো পরিবর্তন নেই। একই দল নিয়ে খেলতে নামছি।’

রোহিত শর্মা আশাবাদী ছিলেন প্রথমে ব্যাট করার ব্যাপারে। টস না জিতলেও আশা পূরণ হয়েছে। অবশ্যই পাকিস্তানের বোলারদের মোকাবেলা করা একটি চ্যালেঞ্জের বিষয়। আমরা চাই স্কোরবোর্ডে ভালো কোনো রান তুলতে। সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ভারতীয় দলে ফিরে এসেছেন জসপ্রিত বুমরাহ। স্রেয়াশ আয়ারের পরিবর্তে খেলবেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ

ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শাদুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আইএইচএস/