ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০২৩

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ এই প্রথম খেলছে না। এখানে ওয়ানডে-টি-টোয়েন্টি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। ওই মাঠেই শুরু হচ্ছে এবার বাংলাদেশের এশিয়া কাপের অভিযান। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।

১০ বছর আগে এই পাল্লেকেলে স্টেডিয়ামেই স্বাগতিক শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৩ সালের ২৮ মার্চ এই মাঠেই শ্রীলঙ্কাকে বৃষ্টি আইন ডিএল মেথডে ৩ উইকেটে হারিয়েছিল মুশফিকুর রহিমের দল।

পাল্লেকেলে স্টেডিয়ামে এখন পর্যন্ত ওই একবারই ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তবে একটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচও খেলেছে এখানে টাইগাররা। এর মধ্যে জয় শুধু ওই এক ম্যাচেই।

২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পাল্লেকেলেতে খেলে বাংলাদেশ। ওই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ১২টি চারে ১২৮ বলে ১২৫ রান করেছিলেন দিলশান।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে ৬২ রান দিয়ে নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নামার আগেই নামে বৃষ্টি। যে কারণে বৃষ্টি আইনে ২৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে দারুণ জয়ের স্বাদ পায় টাইগাররা। নাসির হোসেন ২৭ বলে অপরাজিত ৩৩, এনামুল হক বিজয় ৪০, মোহাম্মদ আশরাফুল ২৯ ও জহিরুল ইসলাম ২৬ রান করেন।

ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

১০ বছর পর এই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। ‘হাতির শহর’ নামে পরিচিত এই পাল্লেকেলেতে বাংলাদেশ কি পারবে ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে?

আইএইচএস/