ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোমবার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন এবাদত

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৭ আগস্ট ২০২৩

হাঁটুর ইনজুরির কারণে এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেন। প্রশ্ন দেখা দিয়েছে, বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবেন তো তিনি?

এদিকে বিশ্বকাপের আগে সুস্থ এবাদতকে পেতে মরিয়া বিসিবিও। তাই এ পেস বোলারের হাঁটুর চিকিৎসার জন্য আগে থেকেই তাকে বাইরে পাঠানোর চিন্তা-ভাবনা চলছিল। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দু’দিন আগে জাগো নিউজকে জানিয়েছিলেন, ‘এবাদতকে বাইরে পাঠানোর চেষ্টা চলছে। একাধিক দেশে কথা হচ্ছে। এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

এরপর গত দু’দিন আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে আজ রোববার বিকেল গড়াতেই মিললো তথ্য, সব কিছু চূড়ান্ত। বিদেশে ডাক্তারের সাথে কথাবার্তা হয়েছে। কবে কোথায় কোন চিকিৎসক এবাদতকে দেখবেন, সেটাও চূড়ান্ত হয়েছে।

চিকিৎসা হবে ইংল্যান্ডে। আগামীকাল সোমবারই (২৮ আগস্ট) ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবাদত হোসেন।

দেবাশীষ চৌধুরী আরও জানিয়েছেন, ২৯ আগস্ট মঙ্গলবার ইংল্যান্ড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবাদতের। জানা গেছে, ওই লক্ষ্যে সোমবার সকালেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশ দলের এই পেসার।

এদিকে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে আশ্বস্ত করেছেন, ‘জ্বরাক্রান্ত জাতীয় দল ওপেনার লিটন দাসের ব্লাড টেস্টের রিপোর্ট ভালো। ডেঙ্গু নেগেটিভ। অন্য কোনো সমস্যাও নেই।

দেবাশীষ চৌধুরীর আশা, ‘লিটনের এশিয়া কাপ খেলা নিয়ে আশা করি সমস্যা হবে না। এটা এমনি নরম্যাল জ্বর। দু-একদিনের মধ্যেই সেরে যাবে। তখন লিটন কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করতে পারবে।

আইএইচএস/