তিন দিনে দুই দেশে ম্যাচ, যা ভাবছেন টাইগার কোচ
বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে খুবই খুশি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন, দেশে গত কয়েকদিনে দারুণ প্রস্তুতি হয়েছে। দলকে নিয়ে এবার বড় আশা তার।
বাংলাদেশ এর আগে এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি একবারও। গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে তো সুপার ফোরের আগেই বিদায় হয়ে যায়, জিততে পারেনি একটি ম্যাচও। এবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ। কেমন করতে পারে দল?
টাইগাররা কি সুপার ফোরে যেতে পারবে? হাথুরুর উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে ওঠা। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে খেলব। তারা হোম কন্ডিশনে খুব ভালো দল। তারপর আবার আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানে। পাকিস্তানে তারা সম্প্রতি সিরিজ জিতেছে। তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৩১ আগস্ট ক্যান্ডিতে সেই ম্যাচ। সেখান থেকে উড়াল দিতে হবে পাকিস্তান। ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ।
তিনদিনের মধ্যে দুটি আলাদা দেশ এবং কন্ডিশনে খেলা, এটা নিয়ে চিন্তিত কিনা? এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘এটা অবশ্যই নতুন চ্যালেঞ্জ। কারণ সাধারণত একটি টুর্নামেন্টের জন্য দেশে দেশে ভ্রমণ করতে হয় না। তবে এটা দুই দলের জন্যই সমান। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
এমএমআর/এমএস