ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাথুরুর সাথে দুপুরে ঢাকা ফিরলেন তাওহিদ হৃদয়ও

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৯ আগস্ট ২০২৩

একই আসরে খেলছেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসানও। বিশ্বের অনেক বড় বড় তারকাও খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে)। এরমাঝে নিজেকে মেলে ধরা সহজ নয়; কিন্তু প্রথমবার এলপিএল খেলতে গিয়ে সে কাজটিই করে দেখিয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়।

আহামরি খেলেছেন, প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে মাঠ মাতিয়েছেন, তা বলা যবে না। তবে তরুণ বয়সে প্রথমবার দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি আসর খেলতে গিয়ে যতটা ভাল খেলা সম্ভব, তাওহিদ হৃদয় তা খেলেছেন।

লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে (৫৪, ২৪ , ৪৪*, ১৯, ০, ১৪*) একটি পঞ্চাশ ও মধ্য চল্লিশের ইনিংসসহ ১৫৫ রান করেছেন এ মিডল অর্ডার। অতিবড় সমালোচকও যাকে ভাল বলেই মানছেন।

তাওহিদ হৃদয় ভক্তরা শুনে খুশি হবেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে লঙ্কান এয়ারলাইন্সের একই ফ্লাইটে আজ বুধবার দুপুরে (সোয়া ১ টায়) রাজধানী ঢাকা পৌঁছেছেন তাওহিদ হৃদয়।

এআরবি/আইএইচএস