ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এসএসসির ফলে খুশি জাতীয় দলের পেসার মারুফা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৮ জুলাই ২০২৩

গত ডিসেম্বরে জাতীয় নারী ক্রিকেট দলে অভিষেক। বয়স এখন মাত্র ১৮। অল্প কদিনেই গতি আর সুইংয়ে বিশ্বের নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার।

মারুফার আজ (শুক্রবার) এসএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই উদীয়মান পেসার।

সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ছিলেন মারুফা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নেন ডানহাতি এই পেসার। শেষ ম্যাচে ভারতের জয়ের জন্য যখন দরকার ৩ রান, তখন মাত্র ২ রান দিয়ে শেষ উইকেটটি তুলে নেন মারুফা।

তার অনবদ্য বোলিংয়ে রুদ্ধশ্বাস এক টাই করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ১-১ সমতায় শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।

একদিকে খেলা, অন্যদিকে পড়ালেখা। মারুফা যে ফল করেছেন, তাতে ভীষণ খুশি। তিনি বলেন, ‘অনুশীলনের কারণে সেভাবে পড়াশোনা করতে পারিনি। তারপরও যে ফল হয়েছে, তাতে আমি খুবই খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি খেলেছেন মারুফা। ওয়ানডেতে ৭ আর টি-টোয়েন্টিতে তার নামের পাশে ৯ উইকেট।

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামে। এসএসসির ফল বের হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশি-ভক্ত সমর্থকরা।

এমএমআর/এমএস