ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চতুর্থ টেস্টে দলে জায়গা হারাতে পারেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১০ জুলাই ২০২৩

তিন টেস্টের ৬ ইনিংসে ডেভিড ওয়ার্নারের একটিমাত্র হাফ সেঞ্চুরি রয়েছে। লর্ডসে প্রথম ইনিংসে করেছিলেন ৬৬ রান। অ্যাশেজের তিন টেস্টের ৬ ইনিংসে ওয়ার্নার করেছেন ৯ ও ৩৬, ৬৬ ও ২৫ এবং ৪ ও ১ রান।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলেও শেষ টেস্টে হেডিংলিতে এসে পরাজয় বরণ করেছে প্যাট কামিন্সের দল। হেডিংলিতেই সবচেয়ে বাজে ব্যাটিং করেছেন ডেভিড ওয়ার্নার। দুই ইনিংস মিলে করেন ৫ রান।

এ কারণে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে ওয়ার্নারের। বিশেষ করে দীর্ঘদিন পর টেস্টে ফিরে মিচেল মার্শ যে ব্যাটিং করেছেন, তাতে করে ওয়ার্নারের জায়গা হুমকির মুখে পড়ে গেছে।

ক্যামেরন গ্রিন হেডিংলি টেস্টে খেলতে পারেননি। তার হালকা ইনজুরিই মিচেল মার্শের দলে আসার জায়গা তৈরি করে দেয়। ক্যামেরন গ্রিনের ছোটখাট হ্যামস্ট্রিং ইনজুরি দ্রুতই সেরে উঠেছে। ম্যানচেস্টার টেস্টে তিনি দলে ফিরতে প্রস্তুত। মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। হেডিংলিতে পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নামার পর গতির ক্যারিশমাও দেখিয়েছেন তিনি।

মার্শের দুর্দান্ত সেঞ্চুরির কারণে তাকে দল থেকে বাদ দেওয়া কঠিন। সুতরাং ক্যামেরন গ্রিনকে ম্যানচেস্টার টেস্টের একাদশে নিতে হলে একজনকে বাদ দিতেই হবে। তিনি তাহলে কে? কোন ক্রিকেটারকে বাদ দিয়ে একাদশ গঠন করবে অস্ট্রেলিয়া?

ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছিলেন যেহেতু ওয়ার্নার, সে কারণে তাকেই বাদ দেয়া হতে পারে বলে রিপোর্ট প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

অধিনায়ক প্যাট কামিন্স, যিনি দলের নির্বাচক না হলেও বলেছেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে কিছু পরিবর্তন আনা হতে পারে। দলের কাছে যে সব অপশন রয়েছে, সেখান থেকে সেরাটাই একাদশে বেছে নেয়া হবে। যাতে করে অ্যাশেসের নিষ্পত্তি ম্যানচেস্টারেই হয়ে যায়, দ্য ওভাল পর্যন্ত না যায়।’

তিনি আরও বলেন, ‘আপনি সব অপশনকেই খোলা অবস্থায় পাবেন। অর্থাৎ, যে সব অপশন এখনও রয়েছে, তাদেরও জায়গা হতে পারে একাদশে। আমাদের সামনে এখনও ৯ থেকে ১০দিন আছে। সুতরাং, আমরা একটা ভালো বিশ্রাম পাচ্ছি।’

আইএইচএস/